ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসি নয় এনরিকেই বস

প্রকাশিত: ০৬:০০, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

মেসি নয় এনরিকেই বস

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মাস ধরেই সমালোচনায় জেরবার বার্সিলোনা। ক্লাবের সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে মিল নেই কোচ লুইস এনরিকের। তবে বেশ কিছুদিন পর এ বিষয়ে মুখ খুললেন কাতালান ক্লাবটির রক্ষণসৈনিক জেরার্ড পিকে। স্প্যানিশ এই তারকা ফুটবলার বললেন ড্রেসিংরুমে মেসির প্রভাব থাকলেও প্রকৃতপক্ষে বার্সার কোচ লুইস এনরিকে। তাই সিদ্ধান্ত নেয়ার সব ক্ষমতা কেবল এনরিকেরই রয়েছে। এ বিষয়ে জেরার্ড পিকে বলেন, ‘অবশ্যই মেসির চেয়ে লুইস এনরিকে দলে বেশি প্রভাব খাটাবেন। কারণ তিনি কোচ আমাদের বস। ড্রেসিংরুমে মেসির যথেষ্ট প্রভাব থাকলেও সব ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল এনরিকেরই। প্রতিটি দলেই মতানৈক্য রয়েছে। লুইস এনরিক এবং মেসির মধ্যেও তা রয়েছে। কিন্তু এসব এখন অতীত ইতিহাস। তবে এটা অবশ্যই বলতে হবে যে লিওনেল মেসি বিশ্বফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়।’ শৈশব থেকেই বার্সিলোনায় খেলছেন জেরার্ড পিকে। স্প্যানিশ এই তারকা ফুটবলার এই কাতালান ক্লাবটি থেকেই অবসর নিতে চান। এ বিষয়ে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি এই পেশাটাকে ভালবাসি। প্রতিদিনই এই ভালবাসা বাড়ছে। আমি এই খেলাটা চালিয়ে যেতে চাই। আমি নিশ্চিন্তে বলতে চাই যে, আমি বার্সিলোনাতে খেলেই অবসর নেয়ার পরিকল্পনা করছি। এটা হতে পারে এই মৌসুম শেষে কিংবা আরও ছয় মৌসুমের পর। আমি অন্য কোন ক্লাবের হয়ে খেলতে চাই না।’ লিওনেল মেসি ও তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়েও অনেক ভাল খেলোয়াড় ইব্রাহিমোভিচ বলে মন্তব্য করেছেন সুইডিশ তারকার প্রতিনিধি। কারণ জাতীয় দল সুইডেনের হয়ে ইব্রা বেশ কার্যকরী স্ট্রাইকার। বর্তমানে তার ক্লাব ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই। যেখানে গত দুই মৌসুমে দলকে লীগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে এই লম্বাকৃতির স্ট্রাইকারের গুণ আরেক জায়গায়। তিনি যেকটি ক্লাবে খেলেছেন, প্রত্যেকটির হয়ে লীগ শিরোপা জেতার রেকর্ড আছে তার। যা ইব্রার অসামান্য এক কীর্তি। এর আগে ইব্রা খেলেছেন বার্সিলোনা, আয়াক্স, জুভেন্টাস ও এসি মিলানে। তাই ইব্রার প্রতিনিধি রেইওলো বলেন, ‘একজন জ¬াতান সব সময়ই নতুন। কখনও শেষ হবেন না তিনি। সে মেসি ও রোনাল্ডোর চেয়েও কার্যকরী এবং শক্তিশালী। ২০১৬ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে তার চুক্তি আছে। তার ভবিষ্যত নিয়ে আমি কথা বলব না। সে চুক্তিকে খুব সম্মান করে।’
×