ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বিগ এ্যাপল স্টার এ্যাওয়ার্ড’পেলেন এনামুল হক

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

‘বিগ এ্যাপল স্টার এ্যাওয়ার্ড’পেলেন এনামুল হক

বর্ণমালা নিউজ, নিউইয়র্ক ॥ প্রবাসের কঠিন জীবনযাপনের মধ্যে অনেকেই তাদের পেশাকে ভালবেসে এগিয়ে যান। কারও কারও সাফল্য, অন্যের জন্য প্রেরণাও হয়ে থাকে। পেশায় নিরন্তর মান বজায় রেখে ব্যাঙ্কুয়েট সার্ভিসে শ্রেষ্ঠত্ব অর্জন করে ‘বিগ এ্যাপল স্টার এ্যাওয়ার্ড’ পেয়েছেন মোহাম্মদ এনামুল হক। ঢাকার গুলশান থানার বেরুয়া গ্রামের সন্তান মোহাম্মদ এনামুল হক। আমেরিকায় এসে ১৯৯৯ সালে যোগ দিয়েছিলেন ম্যানহাটানের মিডটাউনের ‘দ্য বেঞ্জামিন হোটেল’র ব্যাঙ্কুয়েট সার্ভিসে। টানা ১৫ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করে কাস্টমার সার্ভিসে প্রায় প্রতি বছরই হোটেলের ‘সেরা কর্মী’র পুরস্কার পেয়ে আসছিলেন এনামুল। তবে গত বছর ঘটে কর্মজীবনের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা। তিনি নির্বাচিত হন নিউইয়র্কের হোটেল সার্ভিসের সেরাদের সেরা পুরস্কার ‘বিগ এ্যাপল স্টার এ্যাওয়ার্ড’র জন্য। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয় গত বছরের নবেম্বরে বিখ্যাত জ্যাকব জেভিস সেন্টারে।
×