ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে বড় সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

চীনে বড় সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা

আগামী সেপ্টেম্বরে গণমুক্তি ফৌজের (পিএলএ) একটি বড় ধরনের কুচকাওয়াজের জন্য চীনা সৈন্যরা এখন মহড়া দিচ্ছে। ওই কুচকাওয়াজে দেশে তৈরি নতুন অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হবে বলে আশা করা যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং-এর কার্যকালে চীনের সামরিক শক্তিকে ধারাবাহিকভাবে জনসমক্ষে তুলে ধরার এটি প্রথম প্রয়াস। বেজিং মনে করে, প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে জাপান বর্তমানে অধিক দৃঢ়তা প্রদর্শন করছে। আবে যুদ্ধোত্তর শান্তিবাদী সংবিধান দ্বারা টোকিওর প্রতিরক্ষা নীতির ওপর আরোপিত বাধা শিথিল করতে চান। আর সেদিকে লক্ষ্য রেখেইে চীন আগামী বছরগুলোতে পিএলএর ৪টি কুচকাওয়াজের আয়োজন করবে। সামরিক বাহিনীতে উৎকোচবিরোধী ব্যাপক অভিযানে শি’র সশস্ত্র বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ওই অভিযানে কয়েকজন শীর্ষ জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে বাহিনীর বিভিন্নস্তরে কিছু অস্থিরতার সৃষ্টি হয়েছিল। -ইয়াহু নিউজ।
×