ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনকে ২শ’ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ইউক্রেনকে ২শ’ কোটি  ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০১৫ সালে ইউক্রেনকে সর্বোচ্চ ২শ’ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। ওয়াশিংটনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জানায়, আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সুশাসন ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি দরিদ্রতা নিরসন, গ্যাস ও ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ সংস্কারের ওপর বেশি জোর দেয়া হবে। এক বিবৃতিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে ইউক্রেন দ্রুত ব্যাপক সংস্কার কাজ হাতে নিয়েছে।’ বিশ্বব্যাংকের মতে, এ আর্থিক সহযোগিতা আন্তর্জাতিক মহলের সার্বিক প্যাকেজ সহযোগিতার অংশ হিসেবে বিবেচিত হবে। -এএফপি
×