ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিটকে গেলেন ধাম্মিকা প্রসাদ

প্রকাশিত: ০৬:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

ছিটকে গেলেন ধাম্মিকা প্রসাদ

স্পোর্টস রিপোর্টার ॥ বল হাতে আক্রমণভাগের পুরোধা লাসিথ মালিঙ্গা এখনও পুরোপুরি ফিট নন। তারই মাঝে লঙ্কানদের জন্য দুঃসংবাদ, ইনজুরির জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বর্তমান দলের অন্যতম সেরা পেসার ধাম্মিকা প্রসাদ। অনুশীলনের সময় হাত ভেঙ্গে গেছে ৩০ বছর বয়সী এই বোলারের। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জাতীয় জার্সিতে ১৭ টেস্ট ও ২৪ ওয়ানডে খেলা প্রসাদকে। ‘দলের সঙ্গে অনুশীলনের একটি রিটার্ন ক্যাচ নেয়ার সময় বাম হাতে প্রচ- ব্যথা পান ধাম্মিকা প্রসাদ। এক্সরে রিপোর্টে দেখা গেছে ওর হাড় ভেঙ্গে গেছে। সুতরাং বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।’ প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিলেই প্রসাদের বিকল্প নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে। স্ট্যান্ডবাই পেসারের মধ্যে রয়েছেন সামিন্দা এরাঙ্গা ও দুশমন্ত চামিরা। অভিজ্ঞতার বিচারে এরাঙ্গার সুযোগটাই বেশি। ইনজুরি থেকে সেরে ওঠা ২৮ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার খেলেছেন ১৭ ওয়ানডে। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের শিরোপা জয় করা লঙ্কানরা এমনিতে বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ড সফরে টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই হেরে কিছুটা অস্বস্তিতে ১৯৯৬-এর শিরোপাধারীরা। মার্চে পরবর্তী এল ক্ল্যাসিকো স্পোর্টস রিপোর্টার ॥ আকর্ষণীয় এল ক্ল্যাসিকোর পরবর্তী দ্বৈরথ অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। ২২ মার্চ ন্যুক্যাম্পে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। চলমান মৌসুমে লা লিগার শেষ এল ক্ল্যাসিকোর দিনক্ষণ মঙ্গলবার চূড়ান্ত করেছে আয়োজক কমিটি। মৌসুমের শেষ ক্ল্যাসিকো হবে বার্সিলোনার মাঠ ন্যুক্যাম্পে। চলতি লীগের হেড টু হেডে এগিয়ে আছে রিয়াল। লা লিগার প্রথম সাক্ষাতে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বার্সাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। এবার তাই প্রতিশোদের মিশন তুখোড় ফর্মে থাকা মেসি-নেইমারদের।
×