ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হরতাল নৈরাজ্যবিরোধী মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৪:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল নৈরাজ্যবিরোধী মিছিল সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ হরতাল-অবরোধের নামে ২০ দলীয় জোটের নাশকতা ও গণপরিবহনে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্নস্থানে মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানকে অবরোধমুক্ত ও এসএসসি পরীক্ষা নির্বিঘœ করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনও মানববন্ধন করেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা। পঞ্চগড় ॥ শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বোমা মেরে শিশু হত্যা বন্ধসহ নির্বিঘেœ স্কুলে যাওয়ার জন্য অবরোধ-হরতাল না দিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান শিশুরা। বরিশাল ॥ সরকারী বিএম কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষকরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, বিএম কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম কাইয়ুম, অধ্যাপক শাহ শাজেদা। রাঙ্গামাটি ॥ আওয়ামী লীগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার মিজানুর রহমানসহ অন্যরা। এছাড়া জেলা বার এ্যাসোসিয়েশনের পক্ষে আওয়ামীপন্থী আইনজীবীরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন। সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে সিরাজগঞ্জ পলিটেকনিক মোড়, রহমতগঞ্জ কাঠেরপুল, বাজার স্টেশন চত্বরে মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য, ফিরোজ ভুইয়া, নাজমুল ইসলাম মুকুল। ভালুকা ॥ কৃষক লীগের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আঃ রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ভালুকা উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আঞ্চলিক শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ জলিল, জাকির হোসেন, এজাজুল হক পারুল, রওনক জাহান খাজা, সাদিক তালুকদার। ঝালকাঠি ॥ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এমএ বায়েজিদ, ডেপুটি কমান্ডার দুলাল সাহা, মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন আলাউদ্দিন, আঃ রশিদ, আঃ হাকিম, তরুণ কর্মকার, রেজাউল করিম জাকির, হাবিবুর রহমান হাবিলসহ মুক্তিযোদ্ধা সন্তান মোঃ রিপন বক্তব্য রাখেন। কুড়িগ্রাম ॥ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহীদ মিনার চত্বরে উন্মুক্ত মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অলক সরকার, নজরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, ওয়াহেদুন্নবী সাগর, সফিকুল ইসলাম সাকিব, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন প্রমুখ। চুয়াডাঙ্গা ॥ সরকারী কলেজ থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ছাত্রলীগ। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্তি, সাধারণ সম্পাদক মোহাইমিন হাসান জোয়াদ্দার অনিক প্রমুখ। গাইবান্ধা ॥ বাসদ-মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন প্রমুখ। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিশু একাডেমি। দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা শিশুবিষয়ক কর্মকতা আবু জাফর মোঃ আসিফ ইকবাল, প্রধান শিক্ষিকা চায়না ব্যানার্জী, রফিকুল ইসলাম প্রমুখ।
×