ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাবি সহকারী প্রক্টর লাঞ্ছিত পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৪:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

জাবি সহকারী প্রক্টর লাঞ্ছিত পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিকদার জুলকার নাইনকে মারধরের ঘটনায় এক ছাত্রদল কর্মীসহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার মধ্যরাতে অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন, ফয়সাল রাব্বি রিয়াদ, আমিনুর রহমান ত্বকি, অনিক শোভন বালা সনেট, মোঃ সুমন, আরিফ আহমেদ মাফি। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪১তম আবতর্নের শিক্ষার্থী। এদের মধ্যে ফয়সাল রাব্বি রিয়াদ ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এদিকে ছাত্রদল কর্মী গ্রেফতার এবং বহিষ্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি জাকির হোসাইন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ছাত্রদলের ডাকা ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট থেকে শুরু হয়ে অমর একুশের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ ফেব্রুয়ারি ॥ অবশেষে মৃত্যুর কাছে হার মানল সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী বাপ্পী। সাভার এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আইন উদ্দিন বাদী হয়ে ধামসোনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হালিমকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে ১৭ জনের নাম উল্লেখসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। নিহত বাপ্পীর পরিবারের সদস্যরা জানান, পূর্বশক্রতার জের ধরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম ও তার বড় ভাই ঢাকা জেলা উত্তরের কৃষকলীগের সহ-সভাপতি আবু তাহেরসহ তাদের সন্ত্রাসী বাহিনী মঙ্গলবার রাতে ঝুট ব্যবসায়ী বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।
×