ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণফোন নির্ভয় বীমার টাকা প্রদান

প্রকাশিত: ০৪:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

গ্রামীণফোন নির্ভয় বীমার টাকা প্রদান

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ গ্রামীণফোনের নির্ভয় বীমার ৫০ হাজার টাকার চেক পেয়েছেন সুরভী রানী সরকার। বৃহস্পতিবার নরসিংদী গ্রামীণফোন সেন্টারে বীমার টাকার চেক পরিশোধ করেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক বোরহানুল ইসলাম । এ সময় সেন্টারের মালিক রফিকুল ইসলাম কাজল, কর্মকর্তা জামিল ও আরিফুর রহমান উপস্থিত ছিলেন। সুরভী রানী সরকারের স্বামী বিপদ ভজন সরকার গ্রামীণফোনের গ্রাহক ছিলেন। গত ৯ জানুয়ারি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চাহিদামাফিক পাটের বস্তা তৈরির নির্দেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, দেশের চাহিদামাফিক রেশম সুতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় রেশম চাষের উপযোগী খাস জমি চিহ্নিত করে দেশব্যাপী রেশম চাষ সম্প্রসারণ করা হবে। এছাড়া দেশের পার্বত্য এলাকায় রেশম চাষ আরও সম্প্রসারণ করা হবে। মন্ত্রী, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে চাতাল মালিকদের চাহিদা মোতাবেক পাটের বস্তা উৎপাদন ও বাজারজাতকরণের জন্য বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যানকে নির্দেশ দেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাধ্যতামূলক পাটজাত মোড়াক আইন বাস্তবায়নে দেশব্যাপী আরও মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য পাট অধিদফতরের মহাপরিচালককে তাগিদ দেন।
×