ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা ভাষা আন্দোলন

প্রকাশিত: ০৪:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

ফিরে দেখা ভাষা আন্দোলন

ঢাকা হলের পুকুরপাড় ২০ ফেব্রুয়ারি রাতে ১১ জন ছাত্রনেতা ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙ্গার ব্যাপারে ঢাকা হল ও ফজলুল হক হলের মধ্যবর্তী পুকুরপাড়ে এক গোপন বৈঠকে মিলিত হন। এরা হলেন- আবদুল মোমিন, আনোয়ার হোসেন, আনোয়ারুল হক খান, গাজীউল হক, মুহম্মদ হাবিবুর রহমান শেলী, এম আর আখতার মুকুল, মুহম্মদ সুলতান, মঞ্জুর হুসাইন, এস এ বারী এটি, সৈয়দ কামরুদ্দীন হোসেন শহুর ও জিল্লুর রহমান। তাঁরা সিদ্ধান্ত গ্রহণ করেন যে, পরেরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আহূত ছাত্র সমাবেশে পূর্ব-পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কাউকে সভাপতি করতে দেয়া যাবে না। সেজন্য সিদ্ধান্ত হয়, গাজীউল হক গ্রেফতার হলে এমআর আখতার মুকুল সভাপতিত্ব করবেন, এম আর আখতার মুকুল গ্রেফতার হলে কামরুদ্দীন হোসেন শহুর সভাপতিত্ব করবেন। লেখক : গবেষক [email protected]
×