ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের খাবার নিয়ে গেছে পুলিশ

প্রকাশিত: ০৮:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০১৫

গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের খাবার নিয়ে গেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ বেগম জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনা খাবার নিয়ে গেছে পুলিশ। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাতে জনকণ্ঠকে বলেন, অফিসে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাত ৮টায় ভ্যানে করে ১১০ প্যাকেট খাবার ও পানির বোতল আনার পর প্রথমে পুলিশ তা কার্যালয়ের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে ভ্যানে করে আনা সব খাবার থানায় নিয়ে চলে যায়। তিনি বলেন, সাদা পোশাকধারী পুলিশ খাবার প্রবেশে বাধা দেয়। পরে খাবার নিয়ে চলে যায়। তিনি জানান, অফিসে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিদিন এভাবে বাইরে থেকে খাবার কিনে আনা হয়। আগে কখনও খাবার প্রবেশে বাধা দেয়া হয়নি। কিন্তু বুধবার রাতে খাবার নিয়ে যেতে বাধা দেয়ায় তাদের রাতে না খেয়েই কাটাতে হবে। এ বিষয়ে গুলশান থানার পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি। ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
×