ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রসায়ন ১ম পত্র

প্রকাশিত: ০৭:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রসায়ন ১ম পত্র

১. বিজ্ঞানী জন ডাল্টন পেশায় কী ছিলেন? ক) স্কুল শিক্ষক খ) রাজনীতিবিদ গ) লেখক ঘ) প্রভাষক ২. মাছ ও চিপসের কনডিমেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ক) চিনি খ) স্টার্চ গ) ভিনেগার ঘ) চালতা ৩. যোজ্যতা স্তরে ২টি সংকর অরবিটাল থাকলে অপুর আকৃতি কীরূপ হয়? ক) সরলরৈখিক খ) চতুস্তলকীয় গ) ত্রিভুজাকৃতির ঘ) অষ্টমতলকীয় ৪. পেটে দুর্ঘটনাবশত ক্ষারীয় পদার্থ চলে গেলে খেতে হয়- ক) কমলালেবুর রস খ) লেবুর রস গ) আঙুরের সর ঘ) খেজুর ৫. থার্মোগ্রাভিমেট্রিক বিশ্লেষণে কোনটি ব্যবহৃত হয়? ক) ঐচখঈ খ) এচঈ গ) ঘগজ ঘ) মাইক্রো অ্যানালাইসিস ৬. কারেন্সি নোটের নিরাপত্তা সুতায় কোন রাসায়নিক পদার্থ মিশানো থাকে? ক) ফ্লোরোসেন্স পটাস খ) ফ্লোরোসেন্স লাইট গ) ফ্লোরোসেন্স ফসফোর ঘ) ফ্লোরোসেন্স রশ্মি ৭. জিংক লবণের মূল দ্রবণে পটাসিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে সৃষ্টি অধঃক্ষেপের বর্ণ কী হবে? ক) সাদা খ) প্রুশিয়ান ব্লু গ) লালচে বাদামি ঘ) হালকা নীল ৮. ল্যাবরেটরিতে গ্যাসের বন্ধোবস্ত না থাকলে কী ব্যবহার করতে হয়? ক) ড্রীম ল্যাম্প খ) স্পিরিট ল্যাম্প গ) হ্যান্ড ল্যাম্প ঘ) টিউব ল্যাম্প ৯. কোনটি প্যাকেজিং সামগ্রি ও বিভিন্ন যন্ত্রপাতি জীবাণুমুক্ত করণে ব্যবহৃত হয়? ক) প্রোপাইলিন অক্সাইড খ) ইথিন গ) ফরমাল্ডিহাইড ঘ) সোডিয়াম পার অক্সাইড ১০. আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যকারী বিষয় কী? ক) সমাণুতা খ) দিকদর্শিতা গ) গলনাঙ্ক ঘ) সবকয়টি ১১. খাদ্রদ্রব্য সংরক্ষণে লবণের সাথে ব্যবহৃত হয়? ক) ভিনেগার খ) তেল গ) চিনি ঘ) ল্যাকটিক এসিড ১২. ঢ়-অরবিটালের আকার কীরূপ? ক) ডাম্বেল আকৃতি খ) গোলাকার গ) বর্তুলাকার ঘ) লম্বাকৃতি ১৩. ভ্যানডা ওয়ালস আকর্ষণ বল কোন ধরনের হয়? ক) দুর্বল প্রকৃতি খ) সবল প্রকৃতির গ) বিশাল প্রকৃতির ঘ) ছোট আকৃতির ১৪. ক্ষুরধারের গাঠনিক উপাদান হলো- র. অ্যাগেট রর. স্যাফায়ার ররর. কোরান্ডাম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. লেসাইন পরীক্ষার নিরাপত্তার জন্য কোনটি ব্যবহার করা উচিত? ক) রঙ্গিন গ্লাস খ) হ্যান্ড গ্লাভস গ) মাস্ক ঘ) সিনথেটিক এপ্রন ১৬. কোনটি তেলের হাইড্রোজিনেশন করে ডালডা তৈরির প্রভাবক? ক) চঃ খ) গড় গ) ঘর ঘ) ঠ২ঙ৫ ১৭. নোবেল গ্যাসকে ১৮ গ্রুপে স্থান পাওয়া হয়েছে কেন? ক) যোজনী ৪ খ) যোজনী শূন্য গ) যোজনী ২ ঘ) যোজনী ৫ ১৮. গলন এনথালপি একটি.....প্রক্রিয়া। ক) তাপ উৎপাদী প্রক্রিয়া খ) তাপহারী প্রক্রিয়া গ) তাপ উৎপন্ন হওয়া প্রক্রিয়া ঘ) ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ১৯. ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কোনটি? ক) ৩.৫ খ) ৩.০ গ) ৪.০ ঘ) ২.৮ ২০. মস্তিস্ক কোষের ক্ষতি করে কোনটি? ক) সোডিয়াম সরবেট খ) পটাসিয়াম সরবেট গ) ইথাইল ফরমেট ঘ) সোডিয়াম বেনজোয়েট ২১. নিম্নের কোন মৌলের আয়নিকরণ বিভব বেশি? ক) খর খ) ইব গ) ই ঘ) ঈ ২২. মৌলিক পদার্থ শনাক্তকরণের একটি উৎকৃষ্ট পদ্ধতি হলো- ক) ব্যান্ড বর্ণালি খ) রেখা বর্ণালি গ) আণবিক বর্ণালি ঘ) ফ্রনহপার বর্ণালি ২৩. অম্লের শক্তিমাত্রা নির্ভর করে- র. অম্লের সাম্যাংকের ওপর রর. অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যার ওপর ররর. ক্ষারকের বিয়োজন ধ্রুবকের ওপর নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) রররু ২৪. রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার সাথে তুলনা করা হয়? ক) সৌর জগতের সাথে খ) α কণার সাথে গ) উল্কার সাথে ঘ) চাঁদের সাথে ২৫. কোন দ্রবণের ঢ়ঐ এর মান ৭ অপেক্ষা বেশি হলে দ্রবণটি- ক) ক্ষারীয় খ) এসিডীয় গ) নিরপেক্ষ ঘ) কোনটিই নয় ২৬. সাসপেনসনে কঠিন পদার্থের ব্যাস কত এর বেশি? ক) ওসস খ) ওহস গ) ওμস ঘ) ওঢ়স. ২৭. সেমি-মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে ব্যবহৃত ড্রপারের এক ড্রাপে কী পরিমাণ পানি থাকে? ক) ০.ওসখ খ) ০.৫সখ গ) ০.২সখ ঘ) ০.০১সখ ২৮. কোনটি পেকটিন জাতীয়? ক) কলা খ) গম গ) ধান ঘ) সরিষা ২৯. ঢ়ঐ এর মান কত নিচে হলে মাটিতে শস্য উৎপন্ন হয় না? ক) ৩.০ খ) ৪.০ গ) ৫.০ ঘ) ৬.০
×