ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. ′সস্তা′ শব্দটির অর্থ কী? ক) খেলো করা খ) খেলা করা গ) বিক্রি করা ঘ) সচরাচর পাওয়া ২. ‘বঙ্গভাষা’ কবিতায় কবি প্রকাশ করেছেন- র. মাতৃভাষার মাধুর্য রর. মাতৃভাষার মহিমা ররর. মাতৃভাষার প্রতি সুগভীর ভালোবাসা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবে প্রকাশিত হয়? ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৫০ সালে ঘ) ১৯৪৫ সালে ৪. কার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী? ক) বনমালী বাবু খ) হৈমন্তীর পিতা গ) অপুর পিতা ঘ) লেখক ৫. ′তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই।′-এখানে ′তাহাদের′ বলতে বোঝানো হয়েছে- ক) তরুণদের খ) কিশোরদের গ) বৃদ্ধদের ঘ) নারীদের ৬. তুলসী গাছটি আবিষ্কৃত হয়- র. উঠানের প্রান্তে রর. রান্নাঘরের পেছনে ররর. চৌকোনা আধাহতা উঁচু মঞ্চের ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. চিত্রকল্পসময় কবিতা কোনটি? ক) কবর খ) পাঞ্জেরি গ) আমার পূর্ব বাংলা ঘ) একটি ফটোগ্রাফ ৮. ঐওঠ -এর প্রধান কাজ কী? ক) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খ) শরীরের গোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করা গ) লসিকা গ্রন্থি বৃদ্ধি করে ঘ) টাই-টু-র গতি বৃদ্ধি করে ৯. ′ভরা পালে′ বলতে কবিতায় কোন বিষয় বোঝানো হয়েছে? ক) পালে বাতাস বয়ে খ) বাতাসে পাল উড়িয়ে গ) পালে আলো লগিয়ে ঘ) বাতাসে পাল ভরে ১০. ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনটি করা হয় কেন? ক) সরকারি কর্মচারীদের সুষ্ঠু বেতন কাঠামো প্রাপ্তির লক্ষ্যে খ) সরকারি কর্মচারীদের ঘুষ প্রাপ্তির কৌশল জানা জন্যে গ) সরকারি কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতিকে লুকানোর জন্যে ঘ) সরকারি কর্মচারীদের ঘুষ ও দুর্নীতি থেকে দূরে রাখার জন্যে ১১. মানুষের মতো তুলসী গাছটিও শিকার হয়েছে - র. ধর্ম বৈষম্যের রর. সমাজনীতির ররর. রাজনীতির নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১২. কখন বর্ষা শুরু হয়েছে? ক) ধান কাটা শুরু হলে খ) ধান কাটার মধ্যে গ) ধান কাটতে কাটতে ঘ) ধান কাটা শেষ হলে ১৩. নিচের কোনটি শুদ্ধ বাবান? ক) কিনাংক খ) কিণাংক গ) কিনাঙ্ক ঘ) কিণাঙ্ক ১৪. ‘বাতাবি’ শব্দটি কোন শব্দ থেকে আনীত হয়েছে? ক) বাচাভি খ) বাটাভিয়া গ) বাতাবিয়া ঘ) বাটাতিয়া ১৫. পিতা ফটোগ্রাফটির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন? ক) আত্মজিজ্ঞাসার সম্মুখীন হয়ে খ) অভিমানের কারণে গ) রাগের কারণে ঘ) ‘ছেলেকে না পেয়ে ১৬. ′চল্লিশের কোটা′ বলতে লেখক কী বুঝিয়েছেন? ক) একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত খ) চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত গ) উনচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত ঘ) চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ১৭. ′যাহা হোক′ পড়া হইতে রক্ষা পাওয়া গেল′- কীভাবে? ক) সামাজিক বাধার কারণে খ) দ্রুত বিয়ের কারণে গ) চাকরির সুযোগ না থাকায় ঘ) বিদেশি ভাষা শিক্ষাগ্রহণে ১৮. রবীন্দ্র-নজরুলের পর বিদ্রোহী তরণ কবি কাকে বলা হয়? ক) সুকান্ত ভট্টাচার্যকে খ) সুকুমার রায়কে গ) আহসান হাবিবকে ঘ) শামসুর রাহমানকে ১৯. আধুনিকতার কোন দিকটি এইডসের জন্য ঝুঁকিপূর্ণ?
×