ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ‘খুব জানতে ইচ্ছে করে’

প্রকাশিত: ০৬:৪১, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বিটিভিতে ‘খুব জানতে ইচ্ছে করে’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনে আজ বৃহস্পতিবার সকাল ৮-৩৫ মিনিটে প্রচার হবে বিষয় ও তথ্য ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘জানতে ইচ্ছে করে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় উপস্থাপিকা আমিন্তা তৃষি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নুর জাহান বেগম। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় রয়েছেন মো: তোফাজ্জল হোসেন মুরাদ। বাংলার পাঠশালা ফাউন্ডেশনের পুরস্কার প্রদান আজ সংস্কৃতি ডেস্ক ॥ বাংলার পাঠশালা ফাউন্ডেশনের ‘বাংলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার-২০১৪’ প্রদান করা হবে আজ বৃহস্পতিবার। এ বছর ‘ময়ূর সিংহাসন’ গ্রন্থের এ পুরস্কার পাচ্ছেন শাহীন আখতার। আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শাহীন আখতারের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে পুরস্কার বাবদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হবে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
×