ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেস্তরাঁয় এবার কথা-বলা রোবট

প্রকাশিত: ০৬:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রেস্তরাঁয় এবার কথা-বলা রোবট

রোবটের দুনিয়ায় জাপানের সুনাম বরাবরই। কিছুদিন আগেই জাপান রেস্টুরেন্টে খাবার পরিবেশনে রোবটকে কাজে লাগিয়েছিল। এবার খাবার পরিবেশনের পাশাপাশি ওয়েটার বা হোটেলবয়ের মতো কথা বলবে এবং অন্যান্য ফরমায়েশও খাটবে রোবট। এই যন্ত্রমানব বিশ্বের একাধিক ভাষায় কথা বলবে। জাপানের ‘হেম-না’ হোটেলে কাম রেস্টুরেন্টে ১০টি মানবাকৃতির রোবট এই পরিসেবা চালু হতে যাচ্ছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, হোটেলের ৯০ শতাংশ কাজ করবে এগুলো। চলতি বছরের ১৭ জুলাই থেকে হোটেলটি চালু হবে। -ওয়েবসাইট চার্জ ছাড়াই স্মার্টঘড়ি স্মার্টওয়াচ কিন্তু তাতে কোন চার্জ লাগবে না। এমনই এক স্মার্টঘড়ি আগামী তিন মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ঘড়ি নির্মাতা এসওয়াচ। এর প্রধান নির্বাহী নিক হায়েক বলেছেন, স্মার্টফোনের সঙ্গে এনএফসি প্রযুক্তির সাহায্যে যুক্ত থাকবে এই স্মার্টওয়াচ। এটি এ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন সমর্থন করবে। এ বছরের এপ্রিল নাগাদ বাজারে আসতে পারে এ্যাপলের তৈরি স্মার্টওয়াচ। এটিকে টেক্কা দিতে ওই সময়ে চার্জিং সুবিধা ছাড়াই চলতে পারে এমন স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে এসওয়াচ।- ব্লুমবার্গ সারদা কেলেঙ্কারি ॥ পেন ড্রাইভেই যত রহস্য! পেন ড্রাইভে লুকিয়ে আছে সারদা চিট ফান্ডের অর্থ লেনদেনের রহস্য! সারদা-প্রধান সুদীপ্ত সেন কাকে কত টাকা দিয়েছিলেন, বিশেষ করে নগদে কারা টাকা পেয়েছিলেন, কারা বেশি সুবিধাভোগী, সবই নাকি ওই পেন ড্রাইভেই রয়েছে। সারদা-তদন্তে সহযোগিতা করে এই পেন ড্রাইভটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দিয়েছেন সুদীপ্তর অন্যতম বিশ্বস্ত কর্মচারী আমরিন আরা। খবর আজকালের।
×