ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জার্মানি অনমনীয় থাকলে বিকল্প পথ দেখবে এথেন্স

রাশিয়া ও চীনের দিকে ঝোঁকার হুমকি গ্রীসের

প্রকাশিত: ০৬:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রাশিয়া ও চীনের দিকে ঝোঁকার হুমকি গ্রীসের

গ্রীসের নয়া বামপন্থী সরকার এক আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে ইউরোপের নির্দেশিত কৃচ্ছ্রনীতি মেনে চলার চেয়ে বরং রাশিয়া ও চীনের কাছে অর্থ চাইবে বলে হুমকি দিয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নের (্ইইউ) নেতৃস্থানীয় শক্তিগুলোর সঙ্গে এক বিপজ্জনক রাজনৈতিক বিবাদ এবং ন্যাটোতে এক সর্বাত্মক সঙ্কট সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর টেলিগ্রাফ ও বিবিসির। গ্রীক প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনস বলেন, আমরা একটি চুক্তি চাই। কিন্তু যদি কোন চুক্তি না হয় এবং যদি জার্মানি অনমনীয় থেকে ইউরোপকে খ--বিখ- করে দিতে চায়, তা হলে আমাদের বিকল্প উপায় দেখতে হবে। কামেনস ক্ষমতাসীন কোয়ালিশনের শরিক দল ইন্ডিপেন্ডেন্ট গ্রীকস পার্টির প্রধান। তিনি গ্রীক টেলিভিশনকে বলেন, আমাদের অর্থ যোগাড়ের অন্যান্য উৎস রয়েছে। এটি যুক্তরাষ্ট্র হলে সবচেয়ে ভাল হয়, এটি রাশিয়া, চীন বা অন্যান্য দেশও হতে পারে। কমেনস বলেন, যদি ইউরোজোনের সদস্যপদের অর্থ জার্মান নিয়ন্ত্রণাধীন কোন ইউরোপের কাছে নতিস্বীকার করা হয়ে থাকে, তা হলে গ্রীস ইউরো ত্যাগ করতে চাইবে। রাশিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার এ প্রচ্ছন্ন হুমকি অত্যন্ত জটিল এ মুহূর্তে দেয়া হলো। এখন একদিকে ফরাসী ও জার্মান নেতারা প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক শান্তি চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করছেন, অন্যদিকে ওয়াশিংটন ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা ভাবছে। গ্রীসের উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোস চোনতিস বলেন, রাশিয়া ও চীন এরই মধ্যে তার দেশকে আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাব করেছে। সম্প্রতি নির্বাচনের পর রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক সহায়তার এবং চীনের কাছ থেকে বিনিয়োগ সহায়তার প্রস্তাব পাওয়া গেছে। তিনি বলেন, আমরা এটি চাইনি। এটি বিবেচনার মধ্যে রয়েছে। আমরা এটি নিয়ে আলোচনা করছি। ইউরোজোনের সঙ্গে কোন চুক্তিতে পৌঁছতে ‘সব উপায়ে’ চেষ্টা চালানোর দিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
×