ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০৫:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য গ্রহণ

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ মোঃ শাহাদাত হোসেন রাষ্ট্রপক্ষের ১০৮ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। বুধবার তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে সাক্ষ্য দেন। ১ নম্বর দ্রত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন সাক্ষ্য গ্রহণ করেন। শাহাদাত হোসেন ঢাকা সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট থাকার সময় আসামি মুফতি মঈন ওরফে আবু জান্দালের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেন। ওই সম্পর্কেই তিনি আদালতে সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হলেন সৈয়দ রেজাউর রহমান। সাক্ষ্যগ্রহণকালে সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে সুবর্ণজয়ন্তী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী আগামী ১৪ মার্চ মতিঝিলে অবস্থিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। গত ৫ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ৫ মার্চ শেষ হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিম্নোক্ত নম্বরগুলোয় যোগাযোগ করার জন্য বলা হয়েছে- ০১৮১৯২১৩৫৯৫, ০১৭৭৯৫৯৫২০৭, ০১৯৭৯৪২৭০৫৬, ০১৬৭০৮২৭১০৪, ০১৯২৩২৮৭৬৪৭, ০১৮১৯১৮৫৭৫১, ০১৭৯৫৬৬৪৪৬৬, ০১৭১১১১৩৭০৫। -বিজ্ঞপ্তি
×