ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৫:০২, ১২ ফেব্রুয়ারি ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ ফেব্রুয়ারি ॥ জয়পুরহাট সুগার মিলের বর্জ্য তুলসীগঙ্গা নদীতে ফেলার প্রতিবাদে আক্কেলপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘তুলসীগঙ্গা নদী বাঁচাও পরিবেশ রক্ষা কর’ এই সেøাগানকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় আক্কেলপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সদর রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী প্রমুখ। সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিপাহীপাড়া চৌরাস্তা কমিউনিটি পুলিশিং মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাস মাদকবিরোধী সমাবেশ করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। পুলিশ সুপার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। এছাড়া চলমান রাজনৈতিক সহিংসতায় পেট্রোলবোমা নিক্ষেপকারী ও নাশকতা সৃষ্টিকারীদের তথ্য দেয়ার জন্য অনুরোধ জানান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মোশারফ হোসেন পুস্তী প্রমুখ। ফেনীতে বাসে পেট্রোলবোমা হামলা ॥ মহিলাসহ আহত-৩ নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১১ ফেব্রুয়ারি ॥ ফেনী মাইজদী সড়কের সিলোনিয়া নামক স্থানে নোয়াখালীর বসুরহাটগামী যাত্রীবাহী বাসে মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে পেট্রোলবোমা হঠমলা চালায় অবরোধ- হরতালের পিকেটাররা। এতে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে। আহত মহসিনা, রাখাল ও সবুজকে প্রথমে ফেনী সদর হাসপাতালের জরুরী বিভাগে আনার পর রাখাল ও সবুজকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত মহসিনাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, দুইজনের ঝলসানোর পরিমাণ বেশি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, রাস্তায় ককটেল নিক্ষেপ করেছিল, বাসে ককটেল পড়েনি, যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে জানালার কাঁচ ভেঙ্গে আহত হয়েছে।
×