ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হরতাল অবরোধ প্রত্যাহার ও নাশকতা বন্ধের দাবি

এসএসসি পরীক্ষা ॥ নির্বিঘ্ন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫

এসএসসি পরীক্ষা ॥ নির্বিঘ্ন দাবিতে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং এসএসসি পরীক্ষা নির্বিঘœ করার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া দেশব্যাপী নাশকতা এবং মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও মানববন্ধন-সমাবেশ করেছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার- খাগড়াছড়ি ॥ গণজাগরণ মঞ্চ, মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ ১০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে। সকালে শহরের শাপলা চত্বরে আয়োজিত এই কর্মসূচীতে সাংবাদিক, আইনজীবী ও শ্রমিক সংগঠনগুলো সংহতি প্রকাশ করেছে। এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ, অরণ্যে তারুণ্যের সংগঠক অপু দত্ত, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি সাপ্র“ মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি উবিক মোহন ত্রিপুরা, সনাতন ছাত্রযুব পরিষদের সভাপতি প্রভাত তালুকদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক শাহাদাত হোসেন প্রমুখ। নারায়ণগঞ্জ ॥ জেলা ছাত্রলীগ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম-লপাড়া পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে। কর্মসূচীতে সরকারী তোলারাম কলেজ, সরকারী মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা অংশ নেন। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সহ-সভাপতি জয় দেব, জেলা ছাত্রলীগ সভাপতি শাফায়াত আলম সানি, সহ-সভাপতি আলী আকবর ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন। ময়মনসিংহ ॥ শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বক্তব্য রাখেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার এই মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। একই দাবিতে মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কুড়িগ্রাম ॥ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে শহরের কলেজ মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, নজরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, ওয়াহেদুন্নবী সাগর, সফিকুল ইসলাম সাকিব, মিনহাজুল ইসলাম আইয়ুব প্রমুখ। জয়পুরহাট ॥ জয়পুরহাটের ৪৪টি শ্রমিক সংগঠন শহরে প্রতিবাদ বিক্ষোভে নেমে পরে। সম্মিলিত শ্রমিক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেয়। জয়পুরহাট শহরের নতুন বাটারমোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বরিশাল ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড, বাটাজোর বাসস্ট্যান্ড, কাছেমাবাদ বাসস্ট্যান্ড, বেজহার বাসস্ট্যান্ড ও আশোকাঠী ফিলিং স্টেশন পর্যন্ত আট কিলোমিটার এলাকায় একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দক্ষিণ মাহিলাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ, বাটাজোর ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ রব হাওলাদার প্রমুখ। মানববন্ধনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ, মাহিলাড়া ডিগ্রি কলেজ, এএন মাধ্যমিক বিদ্যালয়, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়, জঙ্গলপট্টি দাখিল মাদ্রাসা, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতি, মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিল্বগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, বিল্বগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাহিলাড়া নূরানী কওমী মাদ্রাসা, বেজহার সরকারী প্রাথমিক বিদ্যালয়, জঙ্গলপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাহিলাড়া মডার্ন ক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গাইবান্ধা ॥ শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে ছাত্র ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, মাহমুদুল গণি রিজন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি মিঠুন রায়, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাঁধন কর্মকার, আসমানী আকতার আশা প্রমুখ। সিরাজগঞ্জ ॥ হরতালবিরোধী অবস্থান কর্মসূচী পালন করে ১৪ দল। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য, ফিরোজ ভুইয়া, এ্যাডভোকেট বিমল কুমার দাস, আলহাজ ইসহাক আলী, দানিউল হক, এ্যাডভোকেট আব্দুল হাকিম, নুরুল ইসলাম সজল, জিহাদ আল ইসলাম, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পিরোজপুর ॥ হরতালে, নৈরাজ্য, ভাংচুর, বোমা মেরে মানুষ খুন, জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে বুধবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে বক্তাব্য রাখেন, মোঃ এমাদুল হক খান, মিয়া মোঃ ফারুক হোসেন, মাইনুল আহসান প্রমুখ।
×