ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসে অর্থায়ন

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি

প্রকাশিত: ০৮:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৫

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি

বিডিনিউজ ॥ প্রধানমন্ত্রীর নির্দেশের পর সন্ত্রাসে অর্থায়নে ব্যাংকগুলো যাতে কোনভাবেই ব্যবহৃত হতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবারের মধ্যে সব ব্যাংকের সব শাখার প্রধানদের বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা জানিয়ে দিতে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে এ নির্দেশ দেন। লিখিত বক্তব্যে ব্যাংকারদের উদ্দেশে রাজী হাসান বলেন, আপনাদের ব্যাংক যাতে কোনভাবে সন্ত্রাসে অর্থায়নে ব্যবহৃত হতে না পারে বা কোন সন্ত্রাসী যাতে আপনার ব্যাংকের মাধ্যমে কোন লেনদেন না করতে পারে তার জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। গত ৫ ফেব্রুয়ারি জঙ্গী ও সন্ত্রাসী কর্মকা-ে অর্থ যোগানদাতাদের চিহ্নিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×