ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাদুঘরে ফুটবলার ইব্রার মোমের মূর্তি

প্রকাশিত: ০৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৫

জাদুঘরে ফুটবলার ইব্রার মোমের মূর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে সবচেয়ে বড় ও জনপ্রিয় তারকার নাম জ¬াতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এ তারকা এবার ফরাসী জাদুঘর মিউজি গ্রেভিন থেকে অন্যরকম এক সম্মানসূচক স্বীকৃতি পেলেন। প্যারিসে অবস্থিত এই জাদুঘরে দ্বিতীয় বিদেশী ফুটবলার হিসেবে তার মোমের মূর্তি ঠাঁই করে নিল। সোমবার রাতে তার এ মূর্তি উন্মোচন করা হয়। এর আগে এ জাদুঘরে প্রথম ঠাঁই পেয়েছিল ব্রাজিলিয়ান তারকা পেলের মূর্তি। দারুণ উচ্ছ্বসিত এ সুইডিশ তারকা এখন আরও বড় স্বপ্ন দেখছেন। এমনকি ঠাট্টাচ্ছলে তিনি বলেও ফেলেছেন, ‘প্যারিসের উচিত আইফেল টাওয়ার সরিয়ে সেখানে আমার মূর্তি স্থাপন করা।’ ২০১২ সালে ফরাসী লীগের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন ৩৩ বছর বয়সী ইব্রাহিমোভিচ। ইতালিয়ান জায়ান্ট এসি মিলান থেকে আসার পর টানা শিরোপা জিতিয়েছেন তিনি দলকে। এ মৌসুমেও তিনি সব ধরনের প্রতিযোগিতায় ২৩ ম্যাচে করেছেন ১৬ গোল। পিএসজির জার্সিতে তিনি গোলের রেকর্ড গড়েছেন। আর সে কারণেই তাঁকে সম্মান জানাতে এমন ব্যবস্থা নিল গ্রেভিন মিউজিয়াম। পিএসজির জার্সি গায়ে ইব্রাহিমোভিচের একটি হাত আকাশের দিকে বাড়ানো এভাবেই মূর্তিটি গড়া হয়েছে। পেরিসিয়ান এ জাদুঘরে ঠাঁই করে নেয়ার পর এবার ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থলেও তিনি জায়গা করে নেয়ার স্বপ্নে বিভোর। ইব্রাহিমোভিচ বলেন, ‘মিউজি গ্রেভিনে ঠাঁই করে নেয়াটা সত্যিই বিস্ময়কর এক অনুভূতি। মূর্তিটি খুব ভাল একটি থিম নিয়ে গড়া হয়েছে, মনে হচ্ছে যেন আমি মাঠেই নেমে আছি। আমি খুব খুশি এটার জন্য। আমি শুধু এ সুন্দর কাজটার জন্য কৃতজ্ঞই হতে পারি। এ ধরনের স্বীকৃতি পেয়ে আমি সত্যিই গর্বিত বোধ করছি, বিশেষ করে একজন সুইডিশ হিসেবে। কারণ গ্রেভিনের মতো বিরাট একটা জাদুঘরে আমার মূর্তি থাকাটা অনেক বড় সম্মান ও মর্যাদার।’ এরপর ইব্রাহিমোভিচকে পরবর্তী স্বপ্ন ও লক্ষ্যের কথা প্রশ্ন করা হয়। এ সময় তিনি কিছুটা হাস্যোচ্ছলেই বলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য? হতে পারে আইফেল টাওয়ারটা সরিয়ে আমার মূর্তি বসানো!’ ইব্রার মূর্তিটি পেলের খুব সন্নিকটেই স্থাপন করা হয়েছে। এছাড়াও পাশাপাশি আছে বহুমাত্রিক র‌্যালি বিশ্বচ্যাম্পিয়ন সেবাস্তিয়ান লোয়েব ও ফরাসী মহান ক্রীড়া ব্যক্তিত্ব জুডোকা টেডি রিনারের মূর্তি। এদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস ও বার্সিলোনার কর্মকর্তাসহ ফ্রান্সে সুইডেনের এ্যাম্বাসেডর ও পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।
×