ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিত শর্মার ব্যাটিং তা-বে (১২২ বলে ১৫) উড়ে গেল আফগানরা

প্রস্তুতি ম্যাচে ভারত ও স্কটল্যান্ডের জয়

প্রকাশিত: ০৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৫

প্রস্তুতি ম্যাচে ভারত ও স্কটল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জয়ের দেখা পেল বিশ্বচ্যাম্পিয়নরা। বড় করে বলার মতো নয়, মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে ১৫৩ রানের ব্যবধানে হারায় ভারত। এ্যাডিলেড ওভালে রোহিত শর্মার ব্যাটিং-তা-বে (১২২ বলে ১৫০) ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে মহেন্দ্র সিং ধোনির দল। জবাবে ৮ উইকেটে ২১১ রানে থেমে যায় আফগানদের সংগ্রহ। টেস্ট-কার্লটন মিড ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়ে প্রস্তুতি পর্যন্তÑ এ নিয়ে দীর্ঘ প্রায় আড়াই মাসের অস্ট্রেলিয়া সফরে প্রথম জয়ের স্বাদ পেল ক্রিকেট মোড়লরা! এর আগে বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে অসিদের কাছে হেরেছিল তারা। রবিবার চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শিরোপা ধরে রাখার মিশন। ওয়ানডে ইতিহাসে দু-দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর অনন্য কীর্তি, কেন তিনি স্বল্পদৈর্ঘীয় ক্রিকেটের ধুরন্ধর উইলোবাজ সেটি আরও একবার প্রমাণ করলেন রোহিত। কাল আফগান বোলারদের চোখের জল নাকের জল একাকার করে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১২২ বলের ১৫০ রানের ইনিংসটি ১২ চার ও ৭ ছক্কায় সাজানো। রান পেয়েছেন ওয়ানডে স্পেশালিস্ট সুরেশ রায়না (৭১ বলে ৭৫) আর অজিঙ্কা রাহানেও (৬১ বলে ৮৮*), অধিনায়ক ধোনি ১০ ও বড় তারকা বিরটা কোহলি সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৫ রান করে। রবিন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ১১ রানে। জবাবে অভিজ্ঞ নওরোজ মঙ্গল (৮৫ বলে ৬০) ও উসমান ঘানি (৭২ বলে ৪৪) ছাড়া আফগানদের হয়ে ব্যাট হাতে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৩৮ রানে ২ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জাদেজা। দিনের অপর প্রস্তুতি ম্যাচে ম্যাট মাচানের সেঞ্চুরির (১০৮ বলে ১০৩) সৌজন্যে ৬ উইকেটে ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্কটল্যান্ড। এছাড়া অধিনায়ক প্রিস্টন মমসেন ৫৬ ও রিচি বোরিংটন করেন ৫২ রান। জবাবে আইরিশরা গুটিয়ে যায় ১১৭ রানে। স্কটিসদের হয়ে এ্যালসডার ইভান্স ১৭ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। স্কোর কার্ড ভারত ৩৬৪/৫ (৫০ ওভার; রেহিত ১৫০, রাহানে ৮৮*, রায়না ৭৫, জাদেজা ১১*, ধোনি ১০, কোহলি ৫; হামিদ ১/৪৯, শাপুর ১/৫৮, নবি ১/৬২, দৌলত ১/৬৬), আফগানিস্তান ২১১/৮ (৫০ ওভার; নওরোজ ৬০, উসমান ৪৪, আফসার ২৪*, আসগর ২০, সলিমুল্লাহ ১৭, জাভেদ ১৭; জাদেজা ২/৩৮, মোহিত ২/৪০, যাদব ১/৩৫, অশ্বিন ১/৩৭) ফল ॥ ভারত ১৫৩ রানে জয়ী স্কটল্যান্ড ২৯৬/৬ (৫০ ওভার; মাচান ১০৩, মমসেন ৫৬, বেরিংটন ৫২, ম্যাকলড ৪১, ক্রস ১২*; সরেনসেন ৩/৫৫, ইয়াং ২/৩০, ডকরেল ১/৪০), আয়ারল্যান্ড ১১৭/১০ (২৭ ওভার; স্টারলিং ৩৭, পোটারফিল্ড ২৩, উইলসন ১৫, মুনি ৯*, সরেনসন ৭; ইভান্স ৪/১৭, হক ৩/৯, ডেভি ২/৩৬) ফল ॥ স্কটল্যান্ড ১৭৯ রানে জয়ী।
×