ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শারাপোভার দাপুটে জয়ে সেমিতে রাশিয়া

প্রকাশিত: ০৫:৫০, ১১ ফেব্রুয়ারি ২০১৫

শারাপোভার দাপুটে জয়ে সেমিতে রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সাবেক এক নম্বর রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা ফেড কাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছেন। তিনি পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাকে ৬-১, ৭-৫ সেটে হারিয়ে দেন। শারাপোভার এমন একতরফা জয়ে রাশিয়া ৩-০ ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে খুব সহজেই। দ্বৈতে আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ও ভিতালিয়া দায়াতচেঙ্কো ৬-৪, ৬-৪ সেটে ক্লডিয়া জাস-ইগনাসিক ও এলিসিয়া রোসোস্কা জুটিকে হারিয়ে এ ব্যবধানকে করেছেন ৪-০। অপরদিকে, দুর্বল আর্জেন্টিনার বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনাস-সেরেনা উইলিয়ামস জিতরেও অবশ্য আর্জেন্টিনার এক নম্বর পলা ওরমাইচিয়া ৬-৪, ৬-৪ ব্যবধানে পরাজিত করেন কোকো ভ্যানডেওয়েঘেকে। এ্যাগ্নিয়েস্কার সহোদরা বোন উরসুলাকে আগেই শারপোভা সরাসরি সেটে বিধ্বস্ত করেছিলেন। আর অভিজ্ঞ সভেতলনা কুজনেতসোভা হারিয়েছিলেন এ্যাগ্নিয়েস্কাকে। ফ্রেঞ্চ ওপেন জয়ী এবং এবার অস্ট্রেলিয়ান ওপেন রানার্সআপ শারাপোভা এবার নিয়ে চতুর্থবারের মতো ফেড কাপে খেলছেন। ২০০৮ সালে প্রথমবার ফেড কাপে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু আগামী অলিম্পিকে অংশ নিতে হলে সব খেলোয়াড়কেই বার্ষিক মহিলা টেনিসের দলগত টুর্নামেন্টে অংশ নিতে হবে। এ বিষয়ে শারাপোভা বলেন, ‘এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই বাড়তি একটা চাপের বিষয়।’ শারাপোভা সবসময়ই ফেড কাপে বেশি না খেলার জন্য দারুণভাবে সমালোচিত। এবারও বেশ চাপেই ছিলেন ম্যাচের সময়। কারণ পার্টিসানদের ঘরের কোর্টে প্রায় ১৫ হাজার দর্শক ছিল রাদওয়ানাস্কার সমর্থনে। কিন্তু সম্প্রতিই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনার কাছে পরাজয় দেখা শারাপোভা পোলিশ এই কন্যার বিরুদ্ধে নিজের রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করেন। এখন পর্যন্ত ১৪ মোকাবেলায় ১২ বারই জিতলেন শারাপোভা আর দুইবার মাত্র হেরেছেন এ্যাগ্নিয়েস্কার কাছে। দ্বিতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন এদিন। ২-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পরও তুমুল লড়াই করে ৫-৫ গেমে সমতা আনেন। কিন্তু শেষ পর্যন্ত পাঁচবারের গ্র্যান্ডসøামজয়ী সুগারপোভা মারিয়ার কাছে পরাজিত হতেই হলো। ১ ঘণ্টা ৪৬ মিনিট খেলে জয় ছিনিয়ে নিলেন শারাপোভা। যুক্তরাষ্ট্রের সেরেনা-ভেনাসরাও দারুণ জয়ের মধ্যে আছেন ফেড কাপে। দু’জনেই সহজ প্রতিপক্ষ আর্জেন্টাইন তারকাদের হারিয়ে দিয়েছেন। যদিও ভ্যানডেওয়েঘের পরাজয়ে শতভাগ সাফল্য আসেনি। ওয়ার্ল্ড গ্রুপ দুই থেকে উতরে গ্রুপ ওয়ান হিসেবে নিজেদের মর্যাদা ফিরে পাওয়ার জন্য এপ্রিলে প্লে-অফ খেলে জিততে হবে সেরেনাকে। তবে ইতোমধ্যে যে জয়টা এসেছে সে জন্য দারুণ খুশি তিনি। এ বিষয়ে ভেনাস বলেন, ‘এখানে দারুণ পরিবেশ। আমরা ভাল খেলেছি এবং আমি এ জয়ে গর্বিত।’
×