ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামীকালের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

প্রকাশিত: ০৫:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৫

আগামীকালের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

স্টাফ রিপোর্টার ॥ আগামীকালের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অন্তত পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগ থেকে পরীক্ষা শেষ হওয়ার দুই ঘণ্টা পর পর্যন্ত হরতাল স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, যথাসম্ভব আবেদন-নিবেদন করেছি, শিক্ষার্থীরাও রাস্তায় দাঁড়িয়ে আবেদন জানাচ্ছেন। আশার স্থান থেকে আমরা সরে আসতে চাই না। শিক্ষামন্ত্রী মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি-জামায়াত জোটের প্রতি এই আহ্বান জানান। জানা গেছে, আজকের মধ্যে হরতাল স্থগিতের ঘোষণা না আসলে দুপুরেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে মন্ত্রণালয়। এক্ষেত্রে হরতাল থাকলে পরীক্ষা পিছিয়ে দেয়া হবে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে আগামীকাল বৃহস্পতিবার ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আর দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ ও কারিগরিতে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা রয়েছে।
×