ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সৌদি গমনেচ্ছুদের নিবন্ধন শুরু

প্রকাশিত: ০৪:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামে সৌদি  গমনেচ্ছুদের  নিবন্ধন শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সৌদি আরবে গমনেচ্ছু শ্রমিকদের নিবন্ধন শুরু হয়েছে চট্টগ্রামে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এ কার্যক্রম। নগরীর আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ে অবস্থিত জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সামনে ভিড় জমান আগ্রহীরা। দীর্ঘদিন পর বাংলাদেশী জনশক্তির জন্য সৌদি আরব উন্মুক্ত হওয়ায় ব্যাপক সাড়া পড়েছে মানুষের মাঝে। সৌদি সরকারের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী প্রতিবছর ১ লাখ ২০ হাজার করে শ্রমিক যেতে পারবে ঐ দেশে। এতে খরচ পড়বে মাথপিছু ১৫ থেকে ২০ হাজার টাকা। এত অল্প খরচে বিদেশে পাড়ি দেয়া যাবে এমন সুযোগ গ্রহণ করতে নিবন্ধিত হতে প্রথম দিন থেকেই ভিড় পরিলক্ষিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার জানান, ব্যুরোর মহাপরিচালকের দফতর থেকে নির্দেশনা আসায় নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।
×