ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার মামলা জয়পুরহাটে বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৫

নাশকতার মামলা জয়পুরহাটে  বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগ নেতা মোল্লা সামছুল আলমের গাড়ি ভাংচুর, চলমান অবরোধ হরতালের সময় দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত থাকার ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার আসামি বিএনপি নেতা ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আবু রায়হানকে (৩২) জয়পুরহাট সদর থানা পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আবু রাইহান জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পাটেরপুকুর গ্রামের তৈয়বর রহমানের পুত্র। সদর উপজেলার আমদই ইউনিয়নের মীরগ্রাম, চৌমোহনী বাজারের জামায়াত-বিএনপির সন্ত্রাসের প্রধান নায়ক রায়হানকে গ্রেফতারের পর তার পক্ষের লোকজন মীরগ্রাম, চৌমহনী বাজারে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ৩ আনসার সদস্যকে লাঞ্ছিত করে।
×