ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাসের বিরুদ্ধে  শিক্ষার্থীদের মানববন্ধন

মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি এমপি এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, হরতাল-অবরোধের নামে ২০ দলীয় জোটের সন্ত্রাসী কর্মকা-ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে। সন্ত্রাসীরা একের পর এক পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, এ সব মেনে নেয়া যায় না। তাদের এসব কর্মকা-ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল সোমবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজ কর্তৃক মিরপুর চৌমুহনীতে আয়োজিত বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ মোঃ আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, লামাতাসি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসিম, শ্রমিক নেতা আসকার আলী, লামাতাসি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংবাদিক নূরুল ইসলাম মনি, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও হাজারো জনতা অংশগ্রহণ করেন। Ñবিজ্ঞপ্তি।
×