ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পেট্রোলবোমায় নিহত তিন পরিবারকে অর্থ সহায়তা

প্রকাশিত: ০৪:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারে পেট্রোলবোমায় নিহত তিন পরিবারকে অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে কুমিল্লায় নির্মমভাবে নিহত কক্সবাজারের চকরিয়ার ৩টি পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন, সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওইসব অসহায় পরিবারের আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম। মোঃ ইলিয়াছ এমপির পক্ষ থেকে ২০ হাজার টাকা, কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল এবং উপজেলা চেয়ারম্যান জাফর আলমের পক্ষ থেকে ১০ হাজার করে মোট ৩টি পরিবারকে ৫০ হাজার টাকা হারে দেড় লাখ টাকা নগদ ও ৯০ কেজি চাল বিতরণ করা হয়েছে। পেট্রোলবোমায় নিহত কাতার যাত্রী চকরিয়ার পহরচাঁদা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউছুফ, রাশেদুল ইসলাম বাদশা এবং হারবাং গাইনাকাটা এলাকার মোঃ আবু তাহেরের নিজ নিজ পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেয়া হয়েছে।
×