ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জীববিজ্ঞান

প্রকাশিত: ০৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৫

জীববিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর) ৩২. কখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে? ক) ক্রোমোজোমগুলো মেরর কাছাকাছি পৌঁছালে খ) ক্রোমোজোমগুলো বিভাজিত হলে গ) ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা হলে ঘ) সেন্ট্রোমিয়ার সৃষ্টি হলে ৩৩. ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – র. অঞচ সৃষ্টিতে রর. ঈঙ২ সৃষ্টিতে ররর. ঘঅউচঐ+ঐ+ সৃষ্টিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. মাংস থেকে পাওয়া যায় – র. ক্যালসিয়াম ও লৌহ রর. লৌহ, ফসফরাস ও পটাসিয়াম ররর. ক্লোরিন ও আয়োডিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. সিনাপস বলতে কী বোঝায়? ক) অস্থি সন্ধি খ) স্নায়ুসন্ধি গ) পেশিসন্ধি ঘ) লসিকাসন্ধি ৩৬. প্রয়োজনীয় সব অ্যামাইনো এসিড থাকে না কোন খাদ্যে? ক) উদ্ভিজ্জ আমিষ খ) প্রাণিজ আমিষ গ) মিশ্র আমিষ ঘ) সম্পূরক আমিষ ৩৭. ১০০ গ্রাম মসুর থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়? ক) ৩৪০ খ) ৩৪২ গ) ৪০১ ঘ) ৩৪৩ ৩৮. বায়ুর ঈঙ২ এর সাথে পানি মিশিয়ে উপস্থিতিতে খাদ্য তৈরি করে নিচের কোনটি? ক) মাইটোকন্ড্রিয়া খ) ক্লোরোপ্লাস্ট গ) গলগি বডি ঘ) নিউক্লিয়াস ৩৯. হৃৎপিন্ডে সুস্থ রাখতে তোমার কী পরিত্যাগ করা উচিত? ক) পরিমিত ব্যায়াম খ) সুষম খাবার গ্রহণ গ) ধুমপান ঘ) প্রচুর পানি পান ৪০. অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে – র. নিউক্লিয়াস ধীরে ধীরে লম্বা হতে থাকে রর. নিউক্লিয়াস মুগুরের মতো হতে থাকে ররর. নিউক্লিয়াস ক্রমান্বয়ে সরু হতে থাকে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪১. মিয়োসিস পদ্ধতিতে মাতৃকোষে কোনটি ঘটে? ক) ভ্রূণ গঠণ ও ভ্রূণের বর্ধন খ) শুক্রাণু, ডিম্বাণু এবং পরাগরেণু উৎপাদন গ) কোষের সংখ্যা বৃদ্ধি ঘ) কোষের আকার আয়তন বৃদ্ধি ৪২. সংশক্তি এর ক্ষেত্রে প্রযোজ্য- র. পানির অণু একটির সাথে আরেকটি লেগে থাকে রর. পানি মূল হয়ে পাতায় পৌছে ররর. পানির অণু ভেসেল নলের প্রাচীরের সাথে ও সংলগ্ন থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে উৎপন্ন করে – র. ৬ অণু ঈঙ২ রর. ১২ অণু পানি ররর. ৩৮টি অঞচ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. ট্রাকিডের কাজ হলো- র. মূল হতে পানি ও খনিজ লবণ পরিবহন করে রর. কোষ রস পরিবহন অঙ্গকে দৃঢ়তা দান করে ররর. খখনও খাদ্য সঞ্চয় করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে? ক) শ্বসন প্রক্রিয়া খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া গ) রেচন প্রক্রিয়া ঘ) অভিস্রবণ প্রক্রিয়া ৪৬. সালোকসংশ্লেষণ বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটি? ক) নাইট্রোজেন খ) ম্যাগনেসিয়াম গ) মিথেন ঘ) লোহা ৪৭. উৎসেচক ও কোষে উৎপাদিত দ্রব্যাদি পরিবহন করে কোষের কোন অঙ্গাণু? ক) গলজি বস্তু খ) রাইবোজোম গ) মাইটোকন্ড্রিয়া ঘ) অন্তঃপ্লাজমীয় জালিকা ৪৮. কখন মায়োকারডিয়াল ইনফ্রাকশন নামে হার্ট অ্যাটাক ঘটে? ক) পাকস্থলী ক্ষতিগ্রস্থ হলে খ) হৃদপেশি ক্ষতিগ্রস্থ হলে গ) মলাশয় ক্ষতিগ্রস্থ হলে ঘ) যকৃত ক্ষতিগ্রস্থ হলে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
×