ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫২, ১০ ফেব্রুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. মানুষ পৃথিবীতে বাস করে। তাই মানুষের জীবনযাত্রা প্রভাবিত হয়- র. ভূ-প্রকৃতি দ্বারা রর. প্রাণিকুল দ্বারা ররর. খনিজ সম্পদ দ্বারা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. ভূগোল ও পরিবেশ জ্ঞান থেকে জানা যায়- র. পৃথিবীর বিবর্তন রর. উদ্ভিদ ও প্রাণীর জীবনধারণ বৈচিত্র্য ররর. কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ- র. শিল্পায়ন ও নগরায়ন রর. সহজ ও সুলভ পরিবহন ররর. মনোরম পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৪. ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত? ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) সিলেট ঘ) খুলনা ৫. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে? ক) বড় বড় অট্টলিকায় খ) বস্তিতে গ) হাসপাতালে ঘ) খামার বাড়িতে ৬. তাপমন্ডলের উপরে প্রায় ৭৫০ কিলোমিটার পযন্ত যে বায়ুস্তর আছে তাকে কী বলে? ক) ট্রপোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) চৌম্বকমন্ডল ঘ) এক্সোমন্ডল ৭. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের নিয়ন্ত্রণ করে- র. দিক রর. গতি ররর. প্রবাহের ধরন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ক) ল্যাটিন খ) ফ্রেঞ্চ গ) ফরাসি ঘ) স্পেনিস ৯. কেবল উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী? ক) পাদদেশীয় ভূমি খ) পর্যাপ্ত উষ্ণতা গ) ঢালু জমি ঘ) প্রচুর বৃষ্টি ১০. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে? ক) ভৌত পরিবেশ খ) সামাজিক পরিবেশ গ) প্রাকৃতিক পরিবেশ ঘ) ভৌত ও প্রাকৃতিক পরিবেশ ১১. কোন মহাসাগর থেকে অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি হয়েছে? ক) প্রশান্ত খ) আটলান্টিক গ) ভারত ঘ) উত্তর ১২. আফ্রিকা ও এশিয়ায় জন্ম ও মৃত্যুহার উভয়ই বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল- ক) অপেক্ষাকৃত কম খ) অপেক্ষাকৃত বেশি গ) খুবই কম ঘ) অত্যন্ত কম ১৩. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে? ক) নোয়াখালী খ) ফেনী গ) মাদারীপুর ঘ) গোপালগঞ্জ ১৪. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রধান্য বেশি?
×