ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. অবচয়ের অভ্যন্তরিণ কারণ কোনটি? ক) ব্যবহারজনিত ক্ষয়-ক্ষতি খ) ব্যবহারহীনতা গ) নিঃশেষকরণ ঘ) অপ্রচলন ২. হিসাববিজ্ঞানের কত নং নীতিমালা মোতাবেক অনাদায়ী পাওনা এবং অনাদায়ী সঞ্চিতির হিসাব সংরক্ষণ করা হয়? ক) অপপড়ঁহঃরহম ংঃধহফধৎফ-১২ খ) অপপড়ঁহঃরহম ংঃধহফধৎফ-১০ গ) অপপড়ঁহঃরহম ংঃধহফধৎফ-১১ ঘ) অপপড়ঁহঃরহম ংঃধহফধৎফ-১৩ ৩. "সম্পদের ব্যবহার জনিত ক্রমাগত মূল্য হ্রাসকে অবচয় বলে"- উক্তিটি কার? ক) ডরষষরঁসঢ়রপশষবং খ) ঈ, ঝ ঋড়ৎনুঃয গ) ঔজ ডরষষরঁস ঘ) ঔজ ইধঃষরনড়র ৪. প্রতিমাসের মাঝামাঝি ১,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করা হল এবং উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে। উত্তোলনের সুদের পরিমাণ কত? ক) ৬৫০ টাকা খ) ৫৫০ টাকা গ) ৬০০ টাকা ঘ) ৫০০ টাকা ৫. কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায় না? ক) দু’তরফা দাখিলা পদ্ধতি খ) একতরফা দাখিলা পদ্ধতি গ) বিকল্প হিসাব পদ্ধতি ঘ) আধুনিক হিসাব পদ্ধতি ৬. মিস মিমি ৪,০০,০০০ টাকার গহনা বিক্রয় করে ২,০০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন ও পুরানো জমি বিক্রয় করে ৫,০০,০০০ টাকার মধ্যে ৩,০০,০০০ টাকা ব্যবসায়ে মূলধন জাতীয় প্রাপ্তি কত? ক) ৯,০০,০০০ টাকা খ) ৫,০০,০০০ টাকা গ) ৪,০০,০০০ টাকা ঘ) ৩,০০,০০০ টাকা ৭. ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা। ব্যাংকের বইতে লিপিবদ্ধ হবে - র. নগদান হিসাব ডেবিট, আমানতকারী হিসাব ক্রেডিট রর. আমানতকারী হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ররর. নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৮. আর.এন. কার্টার একতরফা দাখিলা পদ্ধতিকে কী বলেছেন? ক) দুই বা ততোধিক পদ্ধতির মিশ্রণ খ) এক বা একাধিক পদ্ধতির মিশ্রণ গ) সম্পূর্ণ ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ঘ) অসম্পূর্ণ ও বিশৃঙ্খল রূপ ৯. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারণের উদ্দেশ্য কী? র. প্রকৃত মুনাফা নির্ণয় রর. মূলধন অক্ষত রাখা ররর. প্রাপ্য হিসাবের সঠিক পরিমাণ নির্ণয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. আনুমানিক অনাদায়ী পাওনা নির্ধারণের পদ্ধতি হলো - র. নিট ধারে বিক্রয়ের ওপর শতকরা হার রর. মোট ধারে বিক্রয়ের ওপর শতকরা হার ররর. প্রাপ্য হিসাব বা দেনাদারের শতকরা হার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ? র. এর দুটি পক্ষ থাকে রর. এর দুটি হিসাব খাত থাকে ররর. এর একজন দাতা ও অন্যজন গ্রহীতা থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. ব্যবসায় প্রতিষ্ঠান হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে তথ্য ব্যবহার করে কোনটি করে থাকেন? ক) লাভ-ক্ষতি নির্ণয় খ) ঋণ প্রদান গ) ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ ঘ) বিনিয়োগ বৃদ্ধি ১৩. আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদানগুলো হলো - র. সম্পদ রর. দায় ররর. মালিকানাস্বত্ব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন। কারণ এ পদ্ধতিতে - র. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব রর. লেনদেনের নিঁখুত ফলাফল পাওয়া যায় ররর. এতে হিসাবরক্ষণে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫. কোন সংস্থা হিসাববিজ্ঞানের সমস্যা সমাধানে তত্ত্বগত বিষয়ে গবেষণা করেন? ক) অঅঅ খ) অওঈচঅ গ) ঝঊঈ ঘ) ঋঅঝই ১৬. শিক্ষানবিশ সেলামি ও বীমা সেলামি - ক) দু’টির একই অর্থ খ) একটি ক্রেডিট হিসাব অপরটি ডেবিট হিসাব গ) উভয়টিই খরচ ঘ) উভয়টিই আয় ১৭. হিসাববিজ্ঞানের ধারণা হলো - র. ব্যবসায়িক সত্তা রর. চলমান প্রতিষ্ঠান ররর. হিসাবকাল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. মিস, কুবরা প্রতি বছর ৩০শে জুন তারিখে তার প্রতিষ্ঠান কুবরা মেডিকেল হল এর আর্থিক বিবরণী প্রস্তুত করেন। তাকে আর্থিক বিবরণীর অংশ হিসেবে প্রস্তুত করতে হবে- র. বিষদ আয় বিবরণী রর. মালিকানাস্বত্ব বিবরণী ররর. আর্থিক অবস্থার বিবরণী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৯. কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না? ক) আসবাবপত্র খ) ইজারা গ) কলকব্জা ঘ) হাতে নগদ ২০. সম্পত্তির অবচয় ঘটার কারণ কোনটি? ক) ব্যবহার জনিত ক্ষয়ক্ষতি খ) কর্মক্ষমতা বৃদ্ধি গ) দাম বৃদ্ধি পাবার সম্ভাবনা ঘ) সবগুলো ২১. বকেয়া ভিত্তিক হিসাবরক্ষণ ব্যবস্থায় লিপিবদ্ধ করা হয়- র. অমার্জিত আয় রর. অগ্রিম প্রদত্ত খরচ ররর. নগদে প্রাপ্ত অর্থ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২২. অবচয়কে হিসাবকালের ব্যয় হিসাবে গণ্য করা হয় কোন নীতি অনুসারে? ক) ম্যাচিং নীতি খ) চলমান প্রতিষ্ঠান ধারণা গ) আয় স্বীকৃতি নতি ঘ) পূর্ণ প্রকাশ নীতি ২৩. আর্থিক বিবরণীর তথ্য থেকে নিচের কোনটি করা হয়? ক) ব্যবসায়ের বিশ্লেষণ খ) সংগঠন বিশ্লেষণ গ) আর্থিক বিশ্লেষণ ঘ) হিসাব বিশ্লেষণ ২৪. দেনাদারের কাছে পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে কী বলে? ক) অনাদায়ী পাওনা খ) প্রদত্ত বাট্টা গ) সন্দেহজনক পাওনা ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি ২৫. স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ একটি - ক) মুনাফা জাতীয় প্রাপ্তি খ) মুনাফা জাতীয় আয় গ) মূলধন জাতীয় আয় ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি ২৬. ব্যবসায়ের নিট আয় বা লাভ জানা যায় কোন বিবরণী প্রস্তুতের মাধ্যমে? ক) খতিয়ান হিসাব খ) রেওয়ামিল গ) আয় বিবরণী ঘ) আর্থিক অবস্থার বিবরণী ২৭. একতরফা দাখিলার ইংরেজি প্রতিশব্দ - ক) ঝরহমষব ঊহঃৎু খ) ঝরহমষব ঊহঃৎু ঝুংঃবস গ) ঝরহমষব ঊহঃৎু ইড়ঁপযবৎ ঘ) ঙহব ঝরহমষব ঊহঃৎু ২৮. ব্যাংকে জমাকৃত চেক নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় না হলে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে - ক) গরমিল হয় খ) গরমিল হয় না গ) সঠিক ব্যালেন্স হয় না ঘ) মিল হয় ২৯. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি - ক) হিসাবের খ) লেনদেনের গ) ব্যবসায়ের ঘ) উপরের সবকটি ৩০. ওঅঝ এর বর্তমান নাম কী? ক) ওঋজঝ খ) ঋঅঝই গ) ওঋঅঈ ঘ) ওঋইঈ ৩১. করিম কর্তৃক বাট্টাকৃত ৯,৫০০ টাকার একটি প্রাপ্য বিল মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হলো। এক্ষেত্রে করিমের বইতে- র. প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে রর. প্রাপ্য বিল হ্রাস পাবে ররর. মালিকানাস্বত্ব হ্রাস পাবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×