ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকৌশলী এস. এ. এহসান রাজন প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, খুলনা পাবলিক কলেজ, খুলনা। ই-মেইলঃ [email protected] * স্ট্যাটিক ওয়েবসাইট/স্ট্যাটিক ওয়েবপেজের উল্লেখযোগ্য অসুবিধাসমূহ ওয়েবসাইটের আকার বৃহৎ হলে ওয়েব কনটেন্ট পরিবর্তন ঝামেলাপূর্ন। একই তথ্য একাধিক পেজে ব্যবহৃত হলে উক্ত ডেটা একটি জায়গায় পরিবর্তিত হলে সর্বত্রই পৃথকভাবে পরিবর্তনের প্রয়োজন। * ডায়নামিক ওয়েবপেজ বা ডায়নামিক ওয়েবসাইট (উুহধসরপ ডবনঢ়ধমব ড়ৎ উুহধসরপ ডবনংরঃব) যে সব ওয়েবপেজ বা ওয়েবসাইটের ডেটা সাধারণত দ্রুত পরিবরতশীল এবং সাধারনত ক্লায়েন্ট/ব্যবহারকারীর ভিন্নতার জন্য ওয়েব সাইটের/পেজের কন্টেন্ট ভিন্ন হতে পারে এবং পেজের একটি অংশ লোড হবার পর ব্যবহারকারীর ইনপুটের ভিত্তিতে সেটি বা তার অংশবিশেষ পরিবর্তিত হতে পারে এবং যে সব ওয়েবপেজ বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারী কর্তৃক বিভিন্ন ডেটা ইনপুট প্রদানের ব্যবস্থা থাকতে পারে সেসব ওয়েবসাইট/পেজকে ডায়নামিক ওয়েবপেজ বা ডায়নামিক ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ, ক্লায়েন্ট কর্তৃক ওয়েবপেজ লোড (চধমব খড়ধফ) এর রিকোয়েস্ট (জবয়ঁবংঃ) এর প্রেক্ষিতে প্রাপ্ত রিপ্লাই (জবঢ়ষু) হিসাবে প্রাপ্ত ডেটা ব্রাউজারে সম্পূর্নভাবে প্রদর্শিত হবার পর ডায়নামিক ওয়েবপেজ বা ডায়নামিক ওয়েবসাইট উক্ত পেজের অভ্যন্তরীন অংশ সংযোজন/পরিবরতনের জন্য নতুন রিকোয়েস্ট-রিপ্লাই ধাপ অবলম্বন করতে পারে। হ ডায়নামিক ওয়েবপেজ বা ডায়নামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্যসমূহ  ডায়নামিক ওয়েবপেজ বা ডায়নামিক ওয়েবসাইটের ডেটা সাধারণত দ্রুত পরিবরতশীল হয়ে থাকে  সাধারনত ক্লায়েন্ট/ব্যবহারকারীর ভিন্নতার জন্য ওয়েব সাইটের/পেজের কন্টেন্ট ভিন্ন হতে পারে  পেজের একটি অংশ লোড হবার পর ব্যবহারকারীর ইনপুটের ভিত্তিতে সেটি বা তার অংশবিশেষ পরিবর্তিত হতে পারে  ব্যবহারকারী কর্তৃক বিভিন্ন ডেটা ইনপুট প্রদানের ব্যবস্থা থাকতে পারে  সাধারণভাবে স্ট্যাটিক ওয়েবপেজ এর সাথে ডেটাবেজ সংযোগ প্রয়োজন হয়  অনেকক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইট/পেজের ডেটা কমিউনিকেশনকে দ্বিমুখী কমিউনিকেশন (সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভার) হিসাবে চিহ্নিত করা হয়।  সাধারণত এই ধরণের ওয়েবসাইট/পেজ ডিজাইনের জন্য চঐচ/অঝচ/অঝচ.ঘঊঞ এবং ডেটাবেজ কানেকটিভিটির জন্য গুঝছখ/ঝছখ ঝবৎাবৎ/ঙৎধপষব ব্যবহার করা হয়। হ ডায়নামিক ওয়েবসাইট/ডায়নামিক ওয়েবপেজের উল্লেখযোগ্য সুবিধাসমূহ  দ্রুত পরিবরতশীল ডেটা সম্ব^লিত ওয়েবপেজ বা ওয়েবসাইট তৈরি করা যায়।  ব্যবহারকারীর ভিন্নতার জন্য ভিন্ন কন্টেন্ট সরবরাহ সম্ভব  ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট গ্রহণের সুযোগ সৃষ্টি  ওয়েবসাইটের লে-আউট (খধুড়ঁঃ) পরিবর্তন সহজসাধ্য  ডেটাবেজ এবং ব্যবহারকারীর মাঝে সেতুবন্ধন সৃষ্টি সম্ভব  টেকনিক্যাল সাপোর্ট থাকলে অত্যন্ত সহজে এবং অতি দ্রুত কন্টেন্ট পরিবর্তন সম্ভব।
×