ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন ওয়াগনার

প্রকাশিত: ০৬:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৫

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন ওয়াগনার

স্পোর্টস রিপোর্টার ॥ এমন দিনের অপেক্ষাই করছিলেন তিনি মনে মনে। ২৩ বছর বয়সী ফিগার স্কেটার এ্যাশলে ওয়াগনারকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে ইউএস ফিগার স্কেটিং জাতীয় চ্যাম্পিয়নশিপসে স্বর্ণ জয় করলেও এরপর থেকে নিজেকে আর কোনভাবেই মেলে ধরতে পারছিলেন না। এ কারণে অনেকেই বলেছিলেন বুড়িয়ে গেছেন ওয়াগান, তাই ফুরিয়ে গেছেন। আর ভাল কিছু তার কাছ থেকে বেরিয়ে আসবে না। গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপস শুধু হাতছাড়াই করেননি হয়েছিলেন চতুর্থ। যেই গ্রেসি গোল্ডের দাপট ছিল তাঁকেই এবার হারিয়ে দিয়ে পুনরুদ্ধার করেছেন মার্কিন শ্রেষ্ঠত্বের মুকুট। আর সেটা করতে গিয়ে ফ্রি স্কেট প্রোগ্রামে করেছেন স্কোরের নতুন রেকর্ড। নৈপুণ্যই সমালোচকদের জন্য বড় জবাব হয়ে গেছে। তবে মুখ বন্ধ রাখতে পারেননি এ তরুণী। ফুঁসে উঠেছেন অনেক দিনের জমানো ক্রোধে। তিনি এ সময় বলেন, ‘প্রতিটি মানুষের কাছে এটা আমার উপযুক্ত প্রমাণ যারা আমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন থেকে প্রমাণ হয়ে গেল যে তাদের মুখটা বন্ধ রাখাই ভাল হবে। তার চেয়ে আমার স্কেটিং দেখুন।’ গত দুই বছরে তিনটি গ্রাঁ প্রি আসরে অংশ নিয়েছেন ২৩ বছর বয়সী ওয়াগনার। কিন্তু সেরা সাফল্য বলতে ২০১২-১৩ মৌসুমে সোচিতে রৌপ্য পদক জয়। বাকি দুটিতে জিততে পেরেছিলেন ব্রোঞ্জ। গত বছর শীতকালীন অলিম্পিকেও সুবিধা করতে পারেননি ব্যক্তিগত ইভেন্টে। তাহলে কি ফুরিয়েই যাচ্ছিলেন ওয়াগনার? ফিগার স্কেটিং এমন একটি মনোমুগ্ধকর ক্রীড়াশৈলী আর নজরকাড়া নৈপুণ্যের ক্রীড়া যেখানে বিশ পেরোলেই তাকে অভিজ্ঞ এবং ক্যারিয়ারের শেষ পর্যায় চলে এসেছে বলে বিবেচনা করা হয়। কিন্তু নিজের সৌন্দর্য যেমন অটুট রেখেছেন, তেমনি নিজের নৈপুণ্যও ধরে রেখেছেন। সেটারই প্রমাণ দিলেন এবার ইউএস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপসে। ফ্রি স্কেট প্রোগ্রামে ওয়াগনারের আশপাশেই থাকতে পারেনি কেউ। ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। এরপর ওয়াগনার বলেন, ‘আমার আগের যে কোন খেতাবের চেয়ে এটাই সবচেয়ে মধুর মনে হচ্ছে। এটা আমার কাছে অনেক বড় কিছু।’ গ্রেসি অনেক চেষ্টা করেছেন কিন্তু ওয়াগনার স্কোরের নতুন রেকর্ড গড়ে ফেলায় তাকে ধরা সম্ভব হয়নি কারও। গ্রেসি পিছিয়ে থাকেন ১৫.৪৮ পয়েন্টে। তৃতীয় হয়েছেন ১৫ বছর বয়সী উদীয়মান তারকা কারেন চেন। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনিয়র চ্যাম্পিয়নশিপস। কিন্তু আগামী বিশ্ব আসরে যোগ দেয়ার মতো বয়স হয়নি এখনও। চতুর্থ হয়েছেন অলিম্পিক তারকা পোলিনা এডমুন্ডস। জয়ের পর ওয়াগনার বলেন, ‘প্রতিটি মানুষের কাছে এটা আমার উপযুক্ত প্রমাণ যারা আমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের জন্য এ পারফর্মেন্স যারা আমাকে বলেছিলেন আমার বয়স বেড়ে গেছে। তাদের জন্য এ জয় যারা বলেছিলেন আমি আর শীর্ষস্থান পাওয়ার যোগ্যতা রাখি না। এখন থেকে প্রমাণ হয়ে গেল যে তাদের মুখটা বন্ধ রাখাই ভাল হবে। তার চেয়ে আমার স্কেটিং দেখুন।’ গত জাতীয় আসরে দুইবারের চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েছিলেন ওয়াগনার।
×