ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুদকে দুর্নীতির মামলা অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০১৫

দুদকে দুর্নীতির মামলা অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ হাতিরঝিল প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে স্ত্রীসহ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম ও দুই সচিবের বিরুদ্ধে চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সোমবার কমিশন এ চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য তাড়াতাড়ি এ চার্জশীট আদালতে দাখিল করা হবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা এ সব তথ্য নিশ্চিত করেছেন। চার্জশীটে অভিযুক্তরা হলেন সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেম, জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব জ্ঞানেন্দ্রনাথ সরকার ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর কোতোয়ালি থাকায় দুদকের পরিচালক যতন কুমার রায় (পিআরএল ভোগরত) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০০৬ সালে জ্ঞানেন্দ্রনাথ সরকার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ও মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পারস্পরিক যোগসাজশে হাতিরঝিলে তেজকুনিপাড়া মৌজায় ৫৫ শতাংশ জমি দেখিয়ে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করেন অথচ সেখানে তাদের নামে কোন জমি ছিল না। প্রকৃতপক্ষে ওই জমি সরকারী সম্পত্তি। এক সময় ওই সম্পত্তির মালিক ছিলেন ভাওয়াল রাজা। প্রজাস্বত্ব আইন অনুযায়ী ১৯৫২ সালের ২৪ অক্টোবর ওই জমি তৎকালীন সরকার অধিগ্রহণ করে। দুদকের উপ-পরিচালক আব্দুস সাত্তার এ মামলাটি তদন্ত করেন।
×