ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামে অভিনব প্রতিবাদ

প্রকাশিত: ০৪:২৭, ১০ ফেব্রুয়ারি ২০১৫

হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামে অভিনব প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপি নেত্রী খালেদা জিয়ার ক্ষমতার লোভ আর সহিংসতার আগুনে পুড়ছে দেশের গণতন্ত্র। সন্ত্রাস চালাতে কর্মসূচী দিয়ে তিনি এসি রুমে বসে হত্যাযজ্ঞ উপভোগ করছেন। আন্দোলনের নামে নাশকতার শিকার হচ্ছে নারী-শিশুসহ নিরীহ সাধারণ মানুষ। ঝুঁকির মুখে দেশের প্রায় ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন। তারা দেশের উন্নতি চায় না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের এমপি এম এ লতিফ তাঁর উদ্যোগে গত রবিবার আয়োজিত প্রতীকী শব-শোভাযাত্রা শেষে সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। বিএনপি-জামায়াতের চলমান নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নাশকতায় ও পেট্রোলবোমার পৈশাচিকতার প্রতি শান্তিপ্রিয় মানুষ ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করতেই এই ব্যতিক্রমী আয়োজন। শোভাযাত্রায় বহন করা হয় সাদা কফিনে মোড়ানো বেশকিছু প্রতীকী শবদেহ। এমপি লতিফ বলেন, ‘আগে মানুষের জীবন ও বেঁচে থাকার অধিকার, পরে গণতন্ত্র। যারা পেটের দায়ে জীবন সংগ্রামে বের হওয়া মানুষকে বোমা মারে, লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা-জীবনে গুরুত্বপূর্ণ এসএসসি এবং সমমানের পরীক্ষায় সময়ে হরতাল ডাকে, তারা আর যাই হোক জাতির উন্নতি চায় না।’ উক্ত মোটর শোভাযাত্রায় বিপন্ন মানবতাসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শিত হয়। নাশকতার বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে এবং বিশ্ব-বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে গাড়িবহরটি নগরীর আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, প্রেসক্লাব, আন্দরকিল্লা, লালদিঘীর পাড়, নিউমার্কেট, মাঝিরঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দলীয় লোকজনের পাশাপাশি নগরীর বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা মাহবুবুল আলম মিয়া, শেখ মাহমুদ ইসহাক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য দেবাশীষ পাল দেবু, মুক্তিযোদ্ধা মোঃ জাহেদ ও এনামুল হক প্রমুখ।
×