ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার প্রসিকিউটর হত্যার পেছনে কারা ?

প্রকাশিত: ০৪:১৩, ১০ ফেব্রুয়ারি ২০১৫

আর্জেন্টিনার প্রসিকিউটর হত্যার পেছনে কারা ?

প্রেসিডেন্ট এটি করেছে। নাকি আর্জেন্টিনার গোয়েন্দা নেতা প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হয়ত এটা বাস্তবে একটি আত্মহত্যা। এ মর্মান্তিক হত্যাকা-ের কূলকিনারা করতে পারছেন না কেউ। এ ঘটনার পেছনে ইরান, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা সিআইএর হাত রয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব নাৎসি এখান থেকে পালিয়ে গেছে তাদের কি কোন হাত রয়েছে এতে? প্রসিকিউটর আলবার্তো নিসম্যান গুলিতে নিহত হওয়ার পর থেকেই নানা ধরনের কাহিনী চাউর হচ্ছে। অনেক আর্জেন্টাইনবাসীর প্রশ্ন কে তাকে গুলি করল, কেনইবা গুলি করল? কেননা প্রসিকিউটর নিসম্যান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনা ধামাচাপা দিতে ইরানের সঙ্গে চক্রান্ত করেছেন। আর্জেন্টিনাবাসী কফি হাউস, সংবাদপত্রের দোকানে অথবা একাকী কোন বিচের হট-ডগ স্ট্যান্ডে সর্বত্রই এই নিসম্যান হত্যার ঘটনা নিয়ে চুপিচুপি আলোচনা করছে। নিজ এ্যাপার্টমেন্টের ফ্লোরে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। পার্লামেন্ট সদস্যদের কাছে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সাক্ষ্য দেয়ার আগের রাতে এ ঘটনা ঘটে। এক বন্ধুর সঙ্গে হুইস্কি পান করতে থাকা অবস্থায় পিনামার শহরের হট-ডগ বিক্রেতা কার্লোস ওয়াইজম্যান (৬৫) জানান, এ ঘটনা হয়ত মাদক-নাৎসি-জিহাদী আন্তর্জাতিক সন্ত্রাসীচক্র ঘটিয়েছে। অথবা এটা ইহুদি-মার্কসবাদী মাফিয়ারা ঘটিয়েছে যাদের সঙ্গে সিআইএ, ইসরাইল ও মোসাদের যোগসাজশ রয়েছে। প্রকৃতপক্ষে নিসম্যানের হত্যা নিয়ে আর্জেন্টাইনরা এতই আচ্ছন্ন হয়ে আছে যে তাদের অনেককে মনস্তাত্ত্বিককের শরণাপন্ন হতে হয়েছে। এক মনস্তাত্ত্বিক মারিয়া ডেল কারমেন টোরেটা (৬৭) জানান, তার সব রোগী এ ঘটনা নিয়ে কথা বলছেন। এক সপ্তাহে প্রায় ১৫ জন রোগী তার কাছে চিকিৎসা করিয়েছেন। যার বেশিরভাগ রোগী বুয়েন্স আয়ার্স শহরের উপকণ্ঠ ভিলা ব্যালেস্টারের। লোকজন এ ঘটনার পর খুব ক্লান্ত ও আতঙ্কিত। প্রসিকিউটরের হত্যার ইস্যু নিয়ে এখন তোলপাড় চলছে। আর্জেন্টিনায় জনমত জরিপ পরিচালনাকারীরা এক সমীক্ষায় দেখেছেন, শতকরা ৪৮ শতাংশ মনে করেন হত্যাকা-ের জন্য কির্চনার সরকার দায়ী। অংশগ্রহণকারীদের ৮শ’ জন টেলিফোনে তাদের মত দেন। মাত্র ২০ শতাংশের কাছাকাছি মনে করেন তিনি সরকারের বিরুদ্ধে পরিচালিত চক্রান্তের শিকার হয়েছেন। - ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×