ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিরপুরে আগুনে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৫

মিরপুরে আগুনে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে এ্যাপকো প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪। নিহতের নাম কামাল হোসেন (৪০)। তিনি ওই কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতানা রাজিয়া জানান, আগুনে কামাল হোসেনের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত কামালের বাবার নাম চান মোহাম্মদ। গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডিতে। তিনি মিরপুর চিড়িয়াখানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকতেন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিকেল ৫টা ২৫ মিনিটে মিরপুর ১ নম্বর সেকশনের সনি সিনেমা হলের পেছনে এ্যাপকো বাংলাদেশ লিমিটেড নামে ওই প্লাস্টিক পণ্য তৈরির চারতলাবিশিষ্ট কারখানার নিচতলায় বয়লার বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় পৌনে দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে নিহত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
×