ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ঐশী এক্সপ্রেস’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৫

‘ঐশী এক্সপ্রেস’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী ঐশীর প্রথম একক অডিও এ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব সম্প্রতি রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। লেজার ভিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, সঙ্গীত পরিচালক বাসুদেব, ইবরার টিপু, আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল, শিল্পী ইমরান, জুয়েল মোর্শেদ, লেজার ভিশনের এমডি মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপত্বি করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘ঐশী এক্সপ্রেস’ এ্যালবামের কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। রোমান্টিক ও মেলোডি ধাঁচের এ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস।’ এটি ঐশীর প্রথম একক এ্যালবাম। এতে ১০টি গান রয়েছে। এ্যালবামের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। এ এ্যালবামে ঐশীর সঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। এ্যালবাম প্রসঙ্গে ঐশী বলেন আমার প্রথম এ্যালবামে চেষ্টা করেছি ভাল কিছু গান শ্রোতাদের উপহার দিতে। গানগুলো শ্রোতাদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। এ্যালবামটির সফলতা নিয়ে আমি আশাবাদী।
×