ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ হচ্ছে ধারাবাহিক ‘থ্রি কমরেডস’

প্রকাশিত: ০৫:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৫

শেষ হচ্ছে ধারাবাহিক ‘থ্রি কমরেডস’

সংস্কৃতি ডেস্ক ॥ শফিকুর রহমান শান্তনুর রচনা এবং দীপু হাজরার পরিচালনায় ধারাবাহিক ‘থ্রি কমরেডস’ নাটকের প্রচার শুরু গত ২০১৩ সালের নভেম্বর থেকে। সেই থেকে নাটকটি সপ্তাহে প্রতি রবি ও সোমবার রাত ৮-২০ মিনিটে প্রচার হয়ে আসছে। আজ নাটকটির শেষ পর্ব প্রচার হবে। কমেডি ধাঁচের এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় ও আদনান ফারুক হিল্লোল। অন্য চরিত্রে অভিনয় করেন, ড. ইনামুল হক, নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, তন্দ্রা, মাসুদ রানা মিঠু, তারেক পন, লারা লোটাস, শাহানাজ খশিু , শিরিন আলম, খোরশেদ আহামেদ , ইফশিতা জামান, সুমনা সোমা, মুনিয়া, কচি খন্দকার, নিলয় রহমান প্রমুখ। একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত ‘থ্রি কমরেডস’ নাটক প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই আমার ইটিভি কর্তৃপক্ষকে, দ্বিতীয়ত আমার চ্যানেলের চেয়ারম্যান শ্রদ্ধেয় আবদুস সালাম স্যারকে যার অনুপ্রেরণা ও দর্শক চাহিদার কারণে এই নাটকটি ৫২ পর্ব হতে বেড়ে ১০৭ পর্বে গিয়ে আজ শেষ হচ্ছে। এই নাটকটির সঙ্গে র্দীঘদিন সার্বক্ষণিক যাঁরা আমাকে সহযোগিতা করছেন, তাদের ধন্যবাদ জানাই।
×