ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীর এমপির স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৫:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৫

পটুয়াখালীর এমপির স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে ১ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদনের পর বিকেলে রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এ মামলা (মামলা নং ১৩) দায়ের করেন। এর আগে ২০১৪ সালের ২১ আগস্ট প্রীতি হায়দারের স্বামী এমপি মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় প্রায় সাড়ে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুদক সূত্র জানায়, মো. মাহবুবুর রহমানের নিজ নামে ৩ কোটি নয় লাখ ৩৪ হাজার ৪৪০ টাকার স্থাবর সম্পদ ও ২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার অস্থাবর সম্পদ অর্থাৎ মোট ৫ কোটি ৮৫ লাখ ৫১২ টাকার সম্পদের হিসাব দেন। দুদকের অনুসন্ধানে মোট ৫ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বৈধ কোন উৎসের প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে যা তিনি তার সম্পদ বিবরণীতে গোপন করেছেন। অর্থাৎ মোট ৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। সূত্র আরও জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রীতি হায়দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারী এ অভিযোগ অনুসন্ধান শেষে মামলা দায়ের করেছেন।
×