ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় বগি লাইনচ্যুত ৪ ঘণ্টা পর চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রাজধানীর রেল

প্রকাশিত: ০৮:১৭, ৮ ফেব্রুয়ারি ২০১৫

আখাউড়ায় বগি লাইনচ্যুত  ৪ ঘণ্টা পর চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে  রাজধানীর রেল

বিডিনিউজ ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার সন্ধ্যায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। তবে এর চার ঘণ্টা পর যোগাযোগ পুনরায় শুরু করা সম্ভব হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া জংশন পেরিয়ে গঙ্গাসাগর স্টেশনের আগে চট্টগ্রামমুখী নাসিরাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। একঘণ্টা পর ৮টার দিকে ট্রেন উদ্ধারের কাজ শুরু হয়। চার ঘণ্টা পর ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া জংশনের এক কর্মকর্তা। তিনি জানান, একটি বগির তিনটি চাকা খুলে গেলে বগিটি লাইনচ্যুত হয়।
×