ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান ১ম পত্র

প্রকাশিত: ০৬:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৫

হিসাব বিজ্ঞান ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২৫. প্রাপক কর্তৃক বিল বাট্টাকরণ বরলে সঠিক জাবেদাটি কী হবে? ক) নগদান হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে. খ) বাট্টা হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে. গ) নগদান হিসাব ডে. বাট্টা হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে. ঘ) ব্যাংক হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে. ২৬. ধারে মাল ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে কোন হিসাব ক্রেডিট করতে হবে? ক) প্রাপ্য হিসাব খ) প্রদেয় হিসাব গ) ক্রয় ঘ) নগদান ২৭. জাবেদাকে বলা হয় - ক) হিসাবের পাকা বই খ) হিসাবের প্রাথমিক বই গ) হিসাবের চূড়ান্ত বই ঘ) লেনদেনের সপক্ষে দলিল ২৮. ঋণ হিসাব একটি - ক) ব্যয় হিসাব খ) দায় হিসাব গ) সম্পদ হিসাব ঘ) আয় হিসাব ২৯. প্রাপ্য বিলের ভাষা সাধারণত কেমন হয়? ক) অনুরোধমূলক খ) আদেশমূলক গ) প্রতিশ্রুতিমূলক ঘ) উপদেশমূলক ৩০. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে - র. যাবতীয় দায় হিসাবসমূহের উদ্বৃত্ত রর. যাবতীয় ব্যয় হিসাবসমূহের উদ্বৃত্ত ররর. যাবতীয় অগ্রিম প্রদত্ত হিসাবসমূহের উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩১. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকারকে বলা হয় - ক) সম্পত্তি খ) মালিকানাস্বত্ব গ) দায় ঘ) মূলধন ৩২. ব্যবসায়ী জনাব এমরান একটি ফটোকপি দোকানের মালিক। তার এ ব্যবসায়ে মূলধন জাতীয় প্রাপ্তি হলো - র. পুরাতন ফটোকপি মেশিন বিক্রয়জনিত প্রাপ্তি ১০,০০০ টাকা রর. নতুন ফটোকপি মেশিন ক্রয় ৫০,০০০ টাকা ররর. ফটোকপি বাবদ আয় ২,০০০ টাকা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৩. সত্বামূলক ধাণার মূল ভিত্তি হলো- র. ব্যবসায়ে সম্পদের উপর মালিক পক্ষের অধিকার রর. ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার ররর. ব্যবসায় ও মালিক এক নয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৪. এক তরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব রাকা হয় না? ক) ব্যক্তিবাচক হিসাব খ) সম্পত্তিবাচক হিসাব গ) আয় ও খরচ হিসাব ঘ) মূলধনজাতীয় হিসাব ৩৫. হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা কোনগুলো? ক) ব্যয়-সুবিধা সম্পর্ক, বস্তুনিষ্ঠতা, শিল্প ব্যবহার ও রক্ষণশীলতা খ) ব্যয়-সুবিধা, বস্তুনিষ্ঠতা, রক্ষণশীলতা ও মিলকরণ গ) ব্যয়-সুবিধা, রক্ষণশীলতা, মিলকরণ ও আয় স্বীকৃতি ঘ) রক্ষণশীলতা, পূর্ণপ্রকাশ ও বস্তুুনষ্ঠতা ও ব্যয়-সুবিধা ৩৬. একতরফা দাখিলা পদ্ধতি অস্বীকৃত পদ্ধতি। কারণ- র. এই পদ্ধতিতে নামিক হিসাব সংরক্ষণ করা হয় না রর. সম্পত্তিবাচক হিসাব আংশিকভাবে রাখা হয় ররর. ব্যক্তিবাচক ও নগদান হিসাব পরিপূর্নভাবে রাখা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. ব্যবসায়ের সব ধরনের হিসাবের জন্য যে খতিয়ান রাখা হয় সেটা হলো - ক) দেনাদার খতিয়ান খ) পাওনাদার খতিয়ান গ) সাধারণ খতিয়ান ঘ) কোনটিই নয় ৩৮. জনাব মামুন জুন মাসের বিজ্ঞাপন খরচ ১,০০,০০০ টাকা চলতি বছরের জানুয়ারি মাসেই পরিশোধ করলেন। এখানে বিজ্ঞাপন খরচটি কোন প্রকার হিসাব? ক) ব্যয় হিসাব খ) মালিকানাস্বত্ব হিসাব গ) সম্পদ হিসাব ঘ) দায়সংক্রান্ত হিসাব ৩৯. বিক্রয়মূল্য থেকে বিক্রীত পণ্যে ব্যয় বেশি হলে কী হয়? ক) মোট লাভ খ) মোট ক্ষতি গ) নিট লাভ ঘ) নিট ক্ষতি ৪০. অনাদায়ী পাওনা একটি - ক) সম্ভাব্য ক্ষতি খ) সম্পদ গ) ভবিষ্যৎ আয় ব্যবস্থা ঘ) নিশ্চিত ক্ষতি ৪১. অনেক সময় মিলকরণ বিবরণীকে সহজতর করার জন্য নগদান বইয়ের ব্যাংক কলাম সংশোধন করা হয়। একে বলে - ক) চধঁং নড়ড়শ ধসবহফসবহঃ সবঃযড়ফ খ) ঈধংয নড়ড়শ ধসবহফসবহঃ সবঃযড়ফ গ) জবপড়হংরষধঃরড়হ সবঃযড়ফ ঘ) অষষ ঃযব ধনড়াব ৪২. ব্যক্তিবাচক হিসাব প্রকাশ করে - র. ডেবিট উদ্বৃত্ত রর. ক্রেডিট উদ্বৃত্ত ররর. ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. প্রদেয় খরচের জন্য সমন্বয় দাখিলায় কোনটি প্রভাবিত হবে? ক) সম্পদ ও আয় খ) খরচ ও দায় গ) আয় ও দায় ঘ) শুধুমাত্র দায়
×