ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটকের গানে তিন তারকা

প্রকাশিত: ০৬:১১, ৮ ফেব্রুয়ারি ২০১৫

নাটকের গানে তিন তারকা

স্টাফ রিপোর্টার ॥ নির্ঝর, পারভেজ কিংবা নির্ঝর হৃদয় এর আগে একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। তবে এবারই প্রথম তারা তিনজন একসঙ্গে একই গানে কণ্ঠ দিয়েছেন। গোলাম সোহরাব দোদুলের কথায় এবং হৃদয় খানের সুর সঙ্গীতায়োজনে গোলাম সোহরাব দোদুল পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’র সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তারা। শুধু কণ্ঠ দেয়া নয় নতুন একটি ধারা তৈরি করতে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হিসেবে ধারাবাহিক নাটকটির ‘ফ্রন্ট টাইটেল’ এ অভিনয় করেছেন তারা তিনজন। গানে গানে তারা তিনজন অভিনয় করেছেন। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন রিচি সোলায়মান, তানিয়া হোসাইন, স্বাগতা ও নিশা। এরইমধ্যে নির্ঝর, পারভেজ ও হৃদয় খানকে নিয়ে ‘ফ্রন্ট টাইটেল’র দৃশ্য ধারণের কাজ শেষ করেছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। গানের কথা হচ্ছে ‘ভাসছে সুখ চেনা জানা কতো মুখ, অলিগলি পার হয়ে তোমার কাছে ফিরে যাওয়া, এ যেন পাল্টা হাওয়া’। ভিন্ন ধারার এ কাজটি নিয়ে নির্ঝর বলেন, অনেক আগেই কাজটি করার কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে ছিল না বিধায় দেরি হলো। অনেক ভাললাগা নিয়ে কাজটি করেছি। আশা করি নতুন ভাবনার এই কাজটি দর্শকের ভাললাগবে। পারভেজ বলেন, নতুন এক ধরনের অভিজ্ঞতা হলো। বেশ ভাল লেগেছে। আমি নির্ঝর এবং হৃদয় এবারই প্রথম কাজ করেছি একসঙ্গে একই গানে। এটা স্মরণীয় হয়ে থাকবে। হৃদয় খান বলেন, অনেক আন্তরিকতা নিয়ে গানটির সুর এবং সঙ্গীতায়োজন করেছি। শ্রোতাদের ভাললাগলেই আমার সফলতা। তবে নাটকের ফ্রণ্ট টাইটেলে কাজ করতে গিয়ে বেশ ভালই লাগছিল। একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। সরঞ্জিৎ চক্রবর্তীর গল্প অবলম্বনে ‘পাল্টা হাওয়া’র নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু। আসছে মার্চ মাস থেকে বাংলা ভিশনে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে। প্লেব্যাকে নির্ঝরের শুরু ২০০৪ সালে শওকত আলী ইমনের সুরে ‘নিঃশ্বাসে বিষ’ চলচ্চিত্রের মাধ্যমে। এখন পর্যন্ত ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন। নির্ঝরের একক এ্যালবামগুলো হলো ‘পোড়ামুখী’, ‘সূর্যমুখী’ ও ‘স্বপ্নমুখী’। এদিকে পারভেজ সর্বশেষ মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘স্বপ্ন যে তুই’ চলচ্চিত্রে শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় প্লেব্যাক করেছেন। পারভেজ প্রথম প্লেব্যাক করেন ‘রূপগাওয়াল’ চলচ্চিত্রে। প্রতি বৃহস্পতিবার পারভেজের উপস্থাপনায় রাত ১১-৩০ মিনিটে নিয়মিতভাবে প্রচার হচ্ছে বাংলাদেশের ফোক গানকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠান ‘ভবনদীর কূলে’। হৃদয় খানের এ্যালবামগুলো হচ্ছে ‘হৃদয় মিক্স’, একক এ্যালবাম ‘বল না’, ‘হৃদয় মিক্স-২’, একক এ্যালবাম ‘ছোঁয়া’, ‘হৃদয় মিক্স-৩’ এবং একক এ্যালবাম ‘ভাললাগে না’। বর্তমানে হৃদয় ব্যস্ত রয়েছেন তার ‘হৃদয় মিক্স-৪’ নিয়ে। এদিকে ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’ এবং এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন হৃদয় খান।
×