ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা-মালয় দু’দলেরই লক্ষ্য শিরোপা

প্রকাশিত: ০৫:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলা-মালয় দু’দলেরই লক্ষ্য শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ আচ্ছা, চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিতীয় সেমির ম্যাচ শেষ হওয়ার পরের মুহূর্তগুলো মনে আছে? না মনে থাকলে আবার মনে করার চেষ্টা করুন। রেফারি খেলা শেষের বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে থাই ফুটবলাররা হতাশায় কেউ মাটিতে বসে, কেউ শুয়ে পড়লেন। কাউকে দেখা গেল অঝোড় ধারায় কাঁদছেন। তাদের সান্ত¡না দিচ্ছেন দলের কোচিং স্টাফরা। আর বাংলাদেশের ফুটবলার আনন্দে লাফাচ্ছেন, জড়িয়ে ধরছেন পরস্পরকে, জাতীয় পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন, গ্যালারিতে উপস্থিত ২৫ হাজারেরও বেশি দর্শক চিৎকার করে সেøাগান দিচ্ছে ‘বাংলাদেশ, বাংলাদেশ।’ লাউড স্পিকারে গান বাজছে, ‘জাগো বাংলাদেশ!’ ভিআইপি বক্সে হাততালি দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জেলা ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মনজুর কাদেরসহ আরও অনেকেই। আজ বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শেষে ঠিক এমন মুহূর্তটাই মালয়েশিয়া যুবদলকে উপহার দিতে চায় মামুনুলরা। শিরোপা জেতে বিজয়-উল্লাসে মাতোয়ারা হতে চায় বাংলাদেশ। রবিবারে অনুষ্ঠিত ফাইনাল উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে ফাইনালে অংশ নেয়া মালয়েশিয়া এবং বাংলাদেশ দলের কোচ এবং অধিনায়কের উপস্থিতিতে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রইফ বলেন, ‘এ ফাইনাল বাংলাদেশ দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। যে কোন কিছু ঘটে যেতে পারে। আমরা এর একটি অংশ। খেলার প্রথম অংশই বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। সংগঠকরা সংগঠিত। ফুটবলাররা সবাই উজ্জীবিত। বিশ্বের অসংখ্য দেশে বাংলাদেশের ম্যাচ প্রচার হওয়ার কারণে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তারপর যদি আমরা ভাল খেলতে পারি তাহলে সুনাম আরও বাড়বে। বিশ্বের কাছে নতুন বার্তা তুলে দেয়ার জন্য এটা করতেই হবে।’ দলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির ব্যাপারে কোচ বলেন, ‘সে অবশ্যই ভাল খেলোয়াড়। গোল পায় আবার নষ্টও করে। এটা খেলারই অংশ। সে আমার টিমে এক গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ দলের অধিনায়ক-মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, ‘স্বাগতিক দল যদি ফাইনালে না খেলে তাহলে ফাইনাল জমে না। আমরা ফাইনাল ম্যাচটি যদি জেতে তাহলে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি উৎসর্গ করব। এটা আমাদের টিম মিটিংয়ের সিদ্ধান্ত।’ অপর এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘ফুটবলে মিস হওয়া খেলারই অংশ। ইংলিশ প্রিমিয়ার লীগ কিংবা স্প্যানিশ লা লিগায় এ রকম অহরহ মিস হচ্ছে।’ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জেতলে পঞ্চম শিরোপা বাংলাদেশ জেতবে মামুনুল ইসলামের হাত ধরে। মামুনুল বলেন, ‘সবারই একটাই ইচ্ছা সেরা খেলোয়াড় হওয়া। তাই সেরা খেলোয়াড় হতে ফাইনালে শতভাগেরও বেশি দেব।’ টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হেরেছিল। তবে ফাইনাল নিয়ে মামুনুল বলেন, ‘আমি ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে দেখছি না। ১৫ বছর পর এ টুর্নামেন্ট হচ্ছে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিলাম। এরপর সেমিফাইনাল খেলে ফাইনালে উঠেছি। আমি বলব, শেষ ভাল যার সব ভাল তার।’ ক্রুইফ বলেন, ‘থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়ার অনেক মিল রয়েছে। ছোট ছোট পাসে তারা দুর্দান্ত খেলে। তবে আমরা এ নিয়ে কাজ করছি। একদিন বিরতিতেই আমাদের মাঠে নামতে হবে। একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলব শারীরিক ক্লান্তি কাটিয়ে ওঠা খুবই কঠিন। এ জন্য আমরা সাঁতার কাটা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’ মালয়েশিয়ার কোচ রাজিব ইসমাইল বলেন, ‘ফাইনাল ম্যাচটি এ্যাটাকিং গেম হয়ে। যারা ভাল খেলবে, তারাই জেতবে। ১৯৯৬ সালে এ আসরে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা পুরনো খবর। এখন ভাল খেলতে হবে এটাই মূল কথা। এক সময় আমি (কোচ) বাংলাদেশে এসেছিলাম খেলোয়াড় হিসেবে। এবার এসেছি কোচ হয়ে। এবার গ্রুপ পর্বে আমরা বাংলাদেশকে হারিয়েছি। তবে এখন ফাইনাল ম্যাচটি আরেকটি ভেন্যুতে হচ্ছে। তাই এখানে অন্য রকম খেলতে হবে। হোমটিম হিসেবে বাংলাদেশ সুবিধে পাবেই। কয়েক হাজার দর্শকই তাদের বাড়তি অনুপ্রেরণা। তবে এতে কোন বাড়তি চাপে নেই আমরা। বাংলাদেশ দলের ইয়াসিন, নাসির উদ্দিন, এমিলি ও হেমন্ত সেরা খেলোয়াড়। তারা যে কোন সময় কিছু করে ফেলতে পারে। আমাদের সিয়ারুল আজওয়ারি ইনজুরিতে আক্রান্ত। সে খেলতে পারবে না। বাকিরা সবাই তৈরি। আশা করি ফাইনাল খুব সুন্দর হবে।’ মালয়েশিয়া দলের অধিনায়ক নাজিরুল নাইম বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। ধীরে ধীরে তারা ভাল করছে। ভাল খেলেই তারা আজ ফাইনালে। বেশি দর্শক হলেই চাপ হবে। এটা ঠিক নয়। আমরাও বেশ ভাল খেলেই এসেছি।’
×