ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরতে পারেন বিশ্বকাপে

নিষেধাজ্ঞা উঠল আজমলের

প্রকাশিত: ০৫:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০১৫

নিষেধাজ্ঞা উঠল আজমলের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞা উঠল সাঈদ আজমলের। শনিবার তার এ্যাকশন পরীক্ষার রিপোর্ট জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পুনরায় পরীক্ষায় দেখা গেছে, বোলিং এ্যাকশনের সময় কুনুইয়ের বাঁক অনুমোদিত মাত্রার মধ্যে নিয়ে এসেছেন আজমল। এখন তার সব ডেলিভারিতেই বাঁক ১৫ ডিগ্রীর ভেতর সীমাবদ্ধ। সুতরাং নিয়ম অনুযায়ী আজমলকে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দিচ্ছে আইসিসি।’ গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত বায়োমেডিক্যাল ল্যাবে দ্বিতীয়াবারের মতো পরীক্ষায় দিয়েছিলেন ৩৭ বছর বয়সী ডানহাতি অফস্পিনার সাঈদ আজমল। শেষ অবদি তাতেই উতরে গেলেন তিনি। শনিবার একই সঙ্গে বাংলাদেশী স্পিনার সোহাগ গাজীকেও ছাড়পত্র দিয়েছে আইসিসি। দুই বোলারেরই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর বাধা থাকল না। পরীক্ষায় নেয়া এ্যাকশনের ত্রিমাত্রিক ভিডিও ফুটেজ বিশেষজ্ঞ ও এ্যালিট প্যানেলের আম্পায়ার কর্তৃক স্বীকৃত বলে গণ্য হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দারুণ খুশি আজমল। ‘অনুভূতি ভাষায় প্রকাশের নয়। গত কয়েকটা মাস মানসিক অস্থিরতার মধ্যে কেটেছে। কঠিন পরিশ্রম করেছি। বিশ্বাস ছিল ফিরে আসতে পারব। এ জন্য সাকলাইন ভাইয়ের কাছে অশেষ কৃতজ্ঞ। তিনি অনেক পরিশ্রম করেছেন। পাশাপাশি মানসিকভাবেও সাহস জুগিয়েছেন। ধন্যবাদ আমাকে নিয়ে কাজ করা অপর দুই সাবেক মুশতাক আহমেদ আর মোহাম্মদ আকরামকেও।’ দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করে আজমল আরও বলেন, ‘হতাশ ছিলাম। তবে কখনই ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবিনি। আরও তিন-চার বছর দেশের হয়ে খেলতে চাই। দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব। বিশ্বকাপ খেলা প্রত্যেকের স্বপ্ন। চাই সবাই সুস্থ থাকুক। কিন্তু কেউ ইনজুরিতে পরলে বা প্রয়োজন হলে বিশ্বকাপে খেলতেও প্রস্তুত আমি।’
×