ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে আটক চার, মামলা

প্রকাশিত: ০৫:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে আটক চার, মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃতি এবং অশালীন ছবি তৈরির অভিযোগে চার জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় দুটি কম্পিউটারের সিপিইউ, ইয়াবা ট্যাবলেট, জি লুব্রিকেন্ট জেল, তিনটি গ্যাস লাইট, কনডম, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগসহ নগদ টাকা উদ্ধার করা হয়। গত দুই দিনে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আবু জাফর (২৭), একই গ্রামের মীর আলীর ছেলে শাহেদ হাসান (২৮), সাদির আলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মমিন উদ্দিন (৩০) ও গদখালী বাবু পাড়ার আব্দুস সাত্তারের ছেলে উজ্জ্বল হোসেন নয়ন (২৬)। র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলির আরবপুর বাইপাস রোডের সবুর চাকলাদারের মালিকানাধীন ৪তলা ভবনের ৩য় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিন ওরফে মিতা ওরফে রতœা (৩৫) ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আবু জাফর ও শাহেদ হাসানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল সেট, ১০টি জি লুব্রিকেন্ট জেল, ৭২ পিস ইয়াবা বহনের পলিথিন, তিনটি গ্যাস লাইট, ১৯ পিছ কনডম, একটি কাগজের তৈরি পাইপ, ৩০ পিস ফয়েল পেপার, দুটি মানিব্যাগ, একটি ভ্যানিটিব্যাগ এবং দুই হাজার ২২৭ টাকা উদ্ধার করা হয়।
×