ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেলতলা

ফিরে দেখা ভাষা আন্দোলন এমআর মাহবুব

প্রকাশিত: ০৪:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৫

ফিরে দেখা ভাষা আন্দোলন এমআর মাহবুব

রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম ছাত্রসভা অনুষ্ঠিত হয় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বেলতলার অবস্থান ঢাকা মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের একটু সামনে পানির ট্যাঙ্কসংলগ্ন এলাকায়। রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম অনুষ্ঠিত এই সভার মাধ্যমে ছাত্ররা দলবলে নেমে আসেন এবং এই সভা শেষে বেলতলা থেকে শুরু হয় প্রথম প্রতিবাদ মিছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলার দাবি বিবেচিত না হওয়ায় ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলতলায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম ছাত্রসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাসেম। এছাড়া বক্তব্য রাখেন- মুনীর চৌধুরী, ফরিদা আহমদ ভিপি, ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক একেএম আহসান (পরে সিএসপি/সচিব), ছাত্রনেতা আবদুর রহমান চৌধুরী (পরে বিচারপতি), কল্যাণ দাসগুপ্ত, এস আহমদ। ওই সভায় ৪টি প্রস্তাব পেশ করা হয় এবং প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবগুলো হচ্ছে : ক. বাংলাকে পাকিস্তান ডমিনিয়মের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারী ভাষা ও শিক্ষার বাহন করা হোক। খ. রাষ্ট্রভাষা ও লিঙ্গুয়া ফ্রাঙ্কা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে তার মূল উদ্দেশ্য আসল সমস্যাকে ধামাচাপা দেয়া এবং বাংলাভাষা ও পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করা। গ. পাকিস্তান সরকারের মন্ত্রী ফজলুর রহমান এবং প্রাদেশিক সরকারের মন্ত্রী হবিবুল্লাহ বাহার উর্দু ভাষার দাবিকে সমর্থন করার জন্য সভা তাঁদের আচরণের নিন্দা করছে। ঘ. সভা মর্নিং নিউজের বাঙালী বিরোধী প্রচারণার প্রতি নিন্দা জ্ঞাপন করছে এবং জনসাধারণের ইচ্ছার প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্য পত্রিকাটিকে সাবধান করে দিচ্ছে। লেখক : গবেষক [email protected]
×