ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের কাছে আজ নিজেদের অবস্থান তুলে ধরবে জাপা

প্রকাশিত: ০৯:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৫

কূটনীতিকদের কাছে আজ নিজেদের অবস্থান তুলে ধরবে জাপা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ শনিবার নিজেদের অবস্থান তুলে ধরবে বিরোধী দল জাতীয় পার্টি। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে দলের পক্ষ থেকে বেশিরভাগ দূতাবাসে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু জনকণ্ঠকে বলেছেন, কূটনীতিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোন আলোচনা না হলেও খাবারের আয়োজনের মধ্যেই চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ। এতে দলের ৪০ সংসদ সদস্যকেও হোটেল ওয়েস্টিনে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে তিন দিনের সফর শেষে শুক্রবার বিকেলে ভারত থেকে দেশে ফিরেছেন এরশাদ। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এরশাদের ভারত সফর ও ফেরার পর দিনই কূটনীতিকদের সঙ্গে বৈঠকের বিষয়টি রাজনৈতিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সবাই। বাবলু জানান, শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হবে। দলের পক্ষ থেকে কূটনীতিকদের স্বাগত জানাবেন এরশাদ ও রওশন এরশাদ।
×