ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইভরিকোস্ট-ঘানা ফাইনাল

প্রকাশিত: ০৫:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৫

আইভরিকোস্ট-ঘানা ফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ কলঙ্কিত ম্যাচ জেতে আফ্রিকান নেশন্স কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ঘানা। বৃহস্পতিবার রাতে আসরের দ্বিতীয় সেমিতে ঘানা ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক ইকুয়েটোরিয়াল গিনিকে। গিনির পরাজয় যখন নিশ্চিত তখন ম্যাচের শেষ পর্যায়ে এসে স্বাগতিক দর্শকরা স্টেডিয়ামে হাঙ্গামা সৃষ্টি করেন। রেফারি ও অতিথি ফুটবলারদের ওপর বিভিন্নভাবে আক্রমণ চালানো হয়। যে কারণে ম্যাচ আধাঘণ্টারও বেশি সময় বন্ধ রাখা হয়। গিনির বিদায়ের কারণে ফাইনালে মহারণ হবে দুই পরাশক্তি আইভরিকোস্ট ও ঘানার মধ্যে। রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। চারবারের চ্যাম্পিয়ন ঘানা ও ১৯৯২ আসরের শিরোপাধারী আইভরিকোস্টের মধ্যে ধুন্ধুমার লড়াই হবে বলে আশা করছেন ফুটবল সংশ্লিষ্টরা। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত ঘানাকে গোল পেতে দেয়নি স্বাগতিক গিনি। তবে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ফাইনাল একপ্রকার নিশ্চিত করে চারবারের চ্যাম্পিয়নরা। ৪২ মিনিটে জর্ডান আইয়ুর পেনাল্টি গোলে এগিয়ে যায় ঘানা। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুবারক ওয়াকাসো। বিরতির পর ৭৫ মিনিটে আন্দ্রে আইয়ুর গোলের জয়ের সুবাস পেতে থাকে ঘানা। বিষয়টি বুঝতে পেরেই স্বাগতিক সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। যে কারণে ম্যাচের ৮৩ মিনিটে স্টেডিয়ামজুড়ে হাঙ্গামা ছড়িয়ে পড়ে। ঘানার সমর্থকদের দিকে বোতলসহ নানা কিছু ছুড়ে মারেন গিনির সমর্থকরা। ঘানার বেঞ্চ লক্ষ্য করেও বোতল ছুড়ে মারেন তারা। এ কারণে খেলা ৩৪ মিনিট বন্ধও রাখতে হয়। শুধু তাই নয়, স্বাগতিক সমর্থকরা সফরকারী সমর্থকদের ওপর বোতল নিক্ষেপ করতে থাকে। পরে ঘানা সমর্থকরা নিজেদের নিরাপত্তার জন্য রেফররির দিকে দৌড়ে যান। তখন রেফরি ম্যাচ পরিত্যক্ত করেন। পরে গিনি সমর্থকরা বিভিন্ন পদার্থ মাঠ ও ম্যাচ অফিসিয়ালদের দিকে নিক্ষেপ করতে থাকেন।
×