ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ সফর বাতিলের হুমকি পিসিবির

প্রকাশিত: ০৫:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ সফর বাতিলের হুমকি পিসিবির

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তালিকায় থাকা ওই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও এক টি২০ ম্যাচের সিরিজ রয়েছে। কিন্তু সফরটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুটি শর্ত জুড়ে দেয়ার কারণে এখন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ওই সিরিজ থেকে আয়ের ৫০ ভাগ দাবি এবং ফিরতি সফরে বাংলাদেশ ‘এ’ দলকে পাকিস্তান সফর করতে হবে এমন যুক্তি দেখিয়েছে পিসিবি। আর সে প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে না নেয়ার কারণেই এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে। তবে পিসিবিও তাদের প্রস্তাবে অটল। পরিষ্কার করে তারা জানিয়ে দিয়েছে প্রস্তাবিত লভ্যাংশ না পেলে বাংলাদেশ সফর করবে না পাকিস্তান দল। গত ৪ বছর ধরেই বিসিবির সঙ্গে তেমন সু-সম্পর্ক নেই পিসিবির। এ সময়ের মধ্যে দু’দলের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হয়নি। পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার অবনতিকে কারণ দেখিয়ে দু’বার পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি বাংলাদেশ দল। ওই কারণে গত দুই বছর ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আসরেও কোন পাকিস্তানী খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়নি পিসিবি। এবার আরেকটি দ্বিপাক্ষিক সিরিজ এগিয়ে আসতেই পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে উঠেছে। আগেভাগে বাংলাদেশ সফর বাতিল না করে এমন এক শর্ত জুড়ে দিয়েছে পিসিবি যেটাকে হাস্যকরই বলা চলে। বাংলাদেশের ঘরোয়া সিরিজ হলেও সিরিজ আয়োজনে যে লাভ থাকবে সেটার ৫০ ভাগ দাবি করেছে তারা। কিন্তু বিসিবি থেকে জানানো হয়েছে কোনভাবেই এমন প্রস্তাব মেনে নেয়া হবে না। এ বিষয়টি নিয়ে পিসিবিও তাদের অবস্থান থেকে সরে আসেনি। পিসিবির এক উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাব না মানলে বাংলাদেশ সফর বাতিলও করা হতে পারে। তিনি বলেন, ‘আমরা আমাদের অর্থ খরচ করে বাংলাদেশে দল পাঠাতে চাই না।’
×