ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ আমলের আইন সংস্কার করে যুগোপযোগী করা হবে ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০১৫

ব্রিটিশ আমলের আইন সংস্কার করে যুগোপযোগী  করা হবে ॥ প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৭ ফেব্রুয়ারি ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহ্া বলেন, সহিংসতায় যেভাবে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে তা খুবই পীড়াদায়ক। তিনি আরও বলেন, যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত অনেক দুর্ধর্ষ আসামি কিছুদিন কারাবাসের পর বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, পুরনো ব্রিটিশ আমলের আইন বাদ দিয়ে যুগোপযোগী নতুন আইন তৈরি করা হবে। বৃহস্পতিবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধান বিচারপতি এ সব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাপদ দাশগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ। নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, সিলেট বিভাগের কৃতী সন্তান ও মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জের বাসিন্দা সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি এস.কে সিনহাকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হবিগঞ্জের উপজেলা মাধবপুর ডাকবাংলোয় হবিগঞ্জবাসীর ব্যানারে দেয়া এই সংবর্ধনার আগে বিচারপতি সিনহাকে পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অর্নার প্রদান করে। পরে সংবর্ধনা অনুষ্ঠানে সংশিষ্ট আসনের এমপি এ্যাডভোকেট মাহবুব আলীর নেতৃত্বে সমাজের বিভিন্ন পেশার সাধারণ মানুষ বিচারপতি সিনহাকে ফুলের তোড়ায় সিক্ত করেন।
×